শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০২:১৪ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটরসাইকেলে মিললো ১৪ কেজি গাঁজা, আটক ২

সুজন কৈরী: নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-১১। আটকরা হলেন- মেহেদী মজুমদার মনির (৩৫) ও এবাদুল্লাহ গাজী (৪৯)। তারা কুমিল্লা থেকে মোটরসাইকেলে করে গাঁজাগুলো ঢাকায় আনছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় সোনারগাঁওয়ের আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা গাঁজা বহনের মোটরসাইকেলটিও।

র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, মাদক পাচারের গোপন তথ্যে আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে ব্যাটালিয়নের সিপিএসসির একটি দল। এ সময় সন্দেহজনক গতিবিধি হওয়ায় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি মোটর সাইকেলকে থামিয়ে তল্লাশী করা হয়। মোটরসাইকেল থেকে উদ্ধার করা হয় ১৪ কেজি গাঁজা। আটক করা হয় মোটরসাইকেল আরোহীকে। আটকদের কাছ থেকে গাঁজা ও মোটরসাইকেল ছাড়াও ২টি ব্যাগ ও মাদক বিক্রিতে ব্যবহৃত ২টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।

আটকদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের বরাত দিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, আটক মেহেদী মজুমদার কুমিল্লা সদরের গজারিয়া এলাকার আ. মান্নানের ছেলে এবং আটক এবাদুল্লাহ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জ এলাকার মৃত একিন আলী হাজীর ছেলে। আটকরা দীর্ঘদিন ধরে মোটর সাইকেলে করে অভিনব কায়দায় কুমিল্লা থেকে গাঁজা এনে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করছিলেন। আটকরা মোটর সাইকেল আরোহীর ছদ্মবেশে নিজেদের ব্যবহৃত ট্রাভেল ব্যাগে গাঁজা ভর্তি অবস্থায় নিয়মিত পরিবহন করতেন। আর্থিকভাবে লাভবান হতে মাদক ব্যবসায় নিজেদের জড়িয়েছেন বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়