শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৯:৫১ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেহেরপুরে দেশীয় তামাক রক্ষায় চাষীদের মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি: [২] শতভাগ মালিকানাধীন তামাক কম্পানীর জন্য আলাদা নীতিমালা প্রণয়ন করে দেশীয় তামাককে রক্ষার দাবীতে আজ শুক্রবার মেহেরপুুরের শত শত চাষী মেহেরপুর প্রেসক্লাব সন্মুখে মানবন্ধন করেছে। সকাল ১১ থেকে ১২ পর্যন্ত চাষীরা প্রধানমন্ত্রীর কাছে তাদের বিভিন্ন দাবী সম্বলিত ব্যানার ফেষ্টুন নিয়ে দাঁড়িয়ে এই মানববন্ধন করে।

[৩] চাষীদের দাবী শতভাগ মালিকানাধীন দেশীয় তামাক কম্পানীর জন্য পৃথক নীতিমালা না থাকায় বিদেশী কম্পানীগুলোর কাছে দেশিয় কম্পানীগুলো জিম্মি হয়ে যাচ্ছে। এতে চাষীরা তামাকের নায্যমূল্য থেকে বঞ্চিত হয়ে তামাক উৎপাদন ও ব্যবসা বিদেশী কম্পানী সিন্ডিকেট হয়ে পড়েছে। ফলে, একসময়ের লাভজনক তাকাম চাষ এখন প্রতারণা আর ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। চাষীরা তামাক উৎপাদন ও বিক্রিকে এই জিম্মিদশা থেকে মুক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং দেশিয় তামাক কম্পানীগুলোর জন্য পৃথক নীতিমালা প্রণয়ের দাবী জানান।

[৪] এই সময় বক্তব্য রাখেন তামাক চাষী নেতা রাসেল হোসেন, আকমল উদ্দিন, শাহিদ হোসেন, গোলাম কিবরিয়া সহ অনেকে। ক্ষতিগ্রস্থ ও অবহেলিত তামাক চাষী মেহেরপুর জেলা সমিতির ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তাদের দাবী বিদেশী তামাক কম্পানীগুলোর চাপে দেশিয় মালিকানাধীন সিগারেট কম্পানীগুলো ক্রমান্বয়ে বন্ধ হয়ে গেলে চাষীদের তামাকের নায্যমূল্য পাওয়া আরও অনিশ্চিত হয়ে পড়বে। ফলে এই সমস্ত দেশিয় কম্পানীগুলো রক্ষায় পৃথম নীতিমালা প্রণয়ন এবং তামাকে মূল্য নির্ধারণে চাষীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়