আকাশ আহম্মেদ সোহেল: উপজেলার কবিরাজপুর ইউনিয়নের কিশোরদিয়া গ্রামের চোকদার বাড়ি থেকে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করে উপজেলা বন বিভাগে পৌঁছে দিয়েছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুকুরের ধাওয়া খেয়ে মেছ বাঘটি কবিরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার হবি চোকদারের বাড়ির একটি আমগাছে চড়ে বসে। এলাকার লোকজনের নজরে আসলে নিজেদের রক্ষা করতে বাঘটি ধরে খাচায় বন্দী করে রাখে এবং সঙ্গে সঙ্গে রাজৈর উপজেলা বন বিভাগের কর্মকর্তাকে জানায়। পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা বন বিভাগে নিয়ে আসে।
মাদারীপুর ভারপ্রাপ্ত বন কর্মকর্তা তাপস কুমার সেনগুপ্ত বলেন, উদ্ধারকৃত মেছো বাঘটি খুলনা বন ও প্রাণী ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করা হবে।