আফরোজা সরকার: [২] রংপুরে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র, প্রতিবন্ধিদের মাঝে হুইলচেয়ার এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে নীড় নামে একটি সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
[৩] বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ২টায় টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠানটির
আয়োজন করে রংপুর প্রেসক্লাব।
[৪] অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন বলেন, মানুষের মৌলিক ও মানবাধিকার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি অনেক সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে। সবার লক্ষে ভালো থাকা। দেশকে এগিয়ে নেয়া। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এখন শিক্ষার্থী ও যুবসমাজের দায়িত্ব বেশি।উন্নত বাংলাদেশের ¯স্বপ্ন তাদের হাত ধরেই পূর্ণ হবে।
[৫] অনুষ্ঠানে ১ হাজার হতদরিদ্র শীতার্তর মধ্যে কম্বল, মাদ্রাসা শিক্ষার্থী ও নৈশপ্রহরীর মধ্যে ২০০ জ্যাকেট, অসুস্থ বীরমুক্তিযোদ্ধা ও শরীরিক প্রতিবন্ধী ১৯ জনকে হুইল চেয়ার, অসচ্ছল কর্মহীন তিন পরিবারকে ব্যাটারি চালিত ভ্যান এবং ৩০০ স্কুল- কলেজ শিক্ষার্থীদের মাঝে সহশিক্ষা উপকরণসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়।