তাবাসসুম সুইটি: [২]আগামী ২৫ ও ২৬ জানুয়ারি এই কারখানা থেকেই বাংলাদেশ সরকারের কেনা ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসার কথা। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর তিনটা নাগাদ বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি
[৩] পুনার মঞ্জরি এলাকার সেরাম ইসস্টিটিউটের ১ নং টার্মিনাল গেটের পাশেই নির্মাণাধীন এসইজেড-৩ ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়েই অগ্নিনির্বাপক বাহিনীর ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ৯ জনকে নিরাপদে উদ্ধার করেন। ভবনটি খালি করে দেওয়া হয়েছে ।
[৪] প্রচুর পরিমাণে করোনার টিকা মজুত আছে সেরামে। তাই এই টিকা নষ্ট হওয়ার আশঙ্কায় উদ্বেগ ছড়িয়েছে গোটা ভারতে। টিকা তৈার ও সংরক্ষণের জায়গা নিরাপদে আছে বলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করেছেন পুনের পুলিশ কমিশনারও।
[৫] ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এক তাৎক্ষণিক বিবৃতিতে জানানো হয়, উদ্ধব ঠাকরে পুনার ঘটনার সার্বক্ষণিক খবরাখবর রাখছেন, অবস্থা বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
[৭] অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রা জেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সেরাম। দেশজুড়ে টিকাকরণ শুরু হওয়ায় টিকা তৈরি ও তা বিপুল পরিমাণে সংরক্ষণের প্রক্রিয়াও রয়েছে সেরামে। এরই মধ্যে কোভিশিল্ড প্রস্তুতকারী সেরামের কারখানায় আগুন লাগায় উদ্বেগ চরমে পৌঁছেছে। সম্পাদনা : মোহাম্মদ রকিব, আসিফুজ্জামান পৃথিল