শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ১০:০৬ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে বিদ্যুৎ বিভাগের পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের স্বারকলিপি প্রদান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : [২] নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড (নেসকো)-এর মিটার রিডার পিচরেট কর্মচারী ঐক্য পরিষদ তাদের পিচরেট পদ্ধতিতে চাকুরী বাতিল করে আর এফ কিউ এম পদ্ধতিতে চাকুরীর দাবিতে প্রধান মন্ত্রী বরাবর একটি স্বারকলিপি প্রদাণ করেন এবং আগামী শনিবার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন।

[৩] বৃহস্পতিবার দুপুরে আদমদীঘির সান্তাহার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের মিটার রিডার পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবর্গ আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিনের নিকট এই স্বারকলিপি প্রদাণ করেন।

[৪] সান্তাহার পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের ঐক্য পরিষদের সভাপতি মোতলেবুর রহমান জানান, প্রায় ২০ বছর যাবত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধিনে রাজশাহী ও রংপুর বিভাগের ৭ শত পিচরেট কর্মচারী অল্প বেতনে মাস্টারোল পদ্ধতিতে বাড়ি বাড়ি গিয়ে স্বচ্ছতার সাথে মিটার রিডিং নিয়ে চাকুরী করে আসছি।

[৫] সম্প্রতি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড (নেস্কো)-এর অধিনে যাবার পর বিপুল এই কর্মচারী পিচরেট পদ্ধতির চাকুরী বাতিল করে আর এফ কিউ এম চাকুরীতে রাখার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন না করায় কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক চাকুরীর দাবীতে প্রধান মন্ত্রী বরাবর এই স্বারকলিপি প্রদাণ করা হয় এবং আগামী শনিবার থেকে রাজশাহী ও রংপুর দুই বিভাগের ৭০০ কর্মচারী কর্মবিরতি পালন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়