শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৮:৫৩ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাচোলে একই দিনে দুজনের লাশ উদ্ধার ও অটো চুরি

জোহরুল ইসলাম: [২] চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে,একই দিনে দুজনের লাশ উদ্ধার ও অটো চুরির হিড়িক ও পড়েছে।

[৩] বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে নাচোলের নেজামপুর ইউনিয়নের বড়বাকইল গ্রামের কেন্দ্রীয় গোরস্থানের পাশে বাঁশের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজশাহীর তানোর এলাকার চোরখুর চাকুইট এলাকার মৃত শওকত উল্লার ছেলে আজিম উদ্দিনের। স্থানীয়দের ধারনা মৃত ব্যক্তিকে মেরে ফেলে নামমাত্র বাঁশের সাথে গলায় ফাঁস দিয়ে আটকে রাখে।

[৪] অপর দিকে ২০ জানুয়ারি দিবাগত রাতের যে কোনো সময় নাসিরাবাদ গ্রামের রাস্তার পাশে ড্রেনে মৃত অবস্থায় পড়ে ছিল আব্দালপুর গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন (৬০) এর লাশ। এলাকাবাসী বৃহস্পতিবার সকালে লাশটি দেখতে পেয়ে আত্মীয়স্বজনকে খবর দিলে পরিবারের লোকজন লাশ বাড়ি নিয়ে যায়। মৃত বৃদ্ধ আলাউদ্দিন মানসিক রোগী ছিলেন বলে জানা গেছে। তিনি সাবেক মেম্বারও ছিলেন বলেও জানা গেছে এলাকাবাসী সূত্রে।

[৫] একই রাতে নেজামপুর ইউপির কামারজগদইল গ্রামে শুনুর একটি অটোচার্জার গাড়ি চুরি করে নিয়ে গেছে চোররা।

[৬] নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মো. সেলিম রেজা জানান, নাচোলের নেজামপুর ইউনিয়নের বড়বাকইল গ্রামের কেন্দ্রীয় গোরস্থানের পাশে বাঁশের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় আজিম উদ্দিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে আব্দালপুর গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন (৬০) এর লাশ ও উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। ঘটনা দুটি হত্যা না আত্মহত্যা তদন্ত সাপেক্ষ পরে জানানো হবে। তবে তিনি নেজামপুর এলাকায় অটো চুরির ঘটনা জানা নেই বলে জানান।

[৭] নাচোল উপজেলার সচেতন মহল নাচোল থানা পুলিশকে রাতে রাস্তায় টহল জোরদার করার আহম্বান জানিয়েছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়