শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৯:৫৭ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]দুপুরে আসছে ভারতের উপহার ২০ লাখ ডোজ ভ্যাকসিন

শিমুল মাহমুদ: [২] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার চালানটি গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সঙ্গে থাকবেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ও পদস্থ সরকারি কর্মকর্তারা। এরপর রাষ্ট্রিয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিক হস্তান্তর শেষে টিকা রাখা হবে তেজগাঁওয়ে ইপিআইয়ের স্টোরেজে।

[৩] ২৬ বা ২৭ জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালে টিকাদান উদ্বোধন করা হবে, প্রথম দিন ভ্যাকসিন পাবেন ২৫ বিশিষ্ট নাগরিক।

[৪] বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেন; শুরুতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ৪০০ থেকে ৫০০ জনকে টিকা দিয়ে সাত দিন পর্যবেক্ষণে রাখা হবে। অন্য জেলাগুলোতে টিকাদান শুরু হবে ৮ ফেব্রুয়ারি।

[৫] সচিব বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে,যদি দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়া যায়, তাহলে সে দেশে হার্ড ইমিউনিটি তৈরি হবে। সে অনুযায়ী আমরা ৫ কোটি ১০ লাখ মানুষকে টিকা দেবো। এরপরও যদি প্রয়োজন হয়, টিকা আমদানি করা হবে। আমি অত্যন্ত আশাবাদী, আগামী জুন-জুলাইয়ের মধ্যে আমাদের দেশেই ভ্যাকসিন তৈরি হবে এবং এটা অ্যাভেইলেবেল হয়ে যাবে।

[৬] গণটিকাদানের জন্য অ্যাপের মাধ্যমে নিবন্ধন শুরু হবে ২৬ জানুয়ারি। প্রথম ডোজের আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ। প্রথম পর্যায়ের প্রথম ধাপে দেশের মোট জনসংখ্যার ৮ দশমিক ৬৮ শতাংশ অর্থাৎ দেড় কোটি মানুষকে টিকা দেওয়া হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়