শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৬:২০ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডবলমুরিং থানায় যোগদান করেই ওসি মহসীনের সচেতনামূলক মাইকিং

রাজু চৌধুরী: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনী সহিংসতায় একজন খুন হয় আগ্রাবাদ পাঠানটুলির মগপুকুর এলাকায়। সেই সংঘর্ষের ঘটনায় এখনও উত্তেজনা রয়েছে এলাকায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ থানার ওসি পদে রদবদল করা হয়েছে। সিএমপি ডবলমুরিং থানায় যোগদান করেছেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে, পরিস্থিতি অবনতি যাতে না ঘটে এবং সহিংসতা এড়াতে পাঠানটুলি ওয়ার্ডে সচেতনতামূলক মাইকিং করেছেন ডবলমুরিং থানা পুলিশ। সদ্য যোগদানকারী ওসি মোহাম্মদ মহসীন নিজে মাইক হাতে বিভিন্ন মাইকিং করেন।

বুধবার (২০ জানুয়ারি) ডবলমুরিং জোনের অতিরিক্ত উপ কমিশনার আবু বক্কর সিদ্দিক এর নেতৃত্বে এই মাইকিং কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও তল্লাশি চালানো হয়। এসময় সহকারী কমিশনার শ্রীমা চাকমা উপস্থিত ছিলেন। নতুন ওসি হিসেবে ডবলমুরিং থানায় যোগদানের পরদিনই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করা হয়। ওসি মোহাম্মদ মহসীন বলেন, গত ১২ জানুয়ারি নির্বাচনী সহিংসতায় একজন মারা যায়। নির্বাচন কেন্দ্রিক আর কোন অনাকাঙ্ক্ষিত সহিংস ঘটনার পুনরাবৃত্তি হউক চাই না। তাই সচেতনতামূলক মাইকিং করেছি পাশাপাশি প্রার্থীদের সাথেও আলোচনা করে নির্বাচনের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ রাখার জন্য আহ্বান জানিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়