শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ১১:৫০ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুলেল শুভেচ্ছায় সিক্ত বেলকুচি পৌরসভার নবনির্বাচিত মেয়র সাজ্জাদুল হক রেজা

রেজাউল করিম: [২] সিরাজগঞ্জের বেলকুচি দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুল হক রেজাকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। এরপর থেকে দলের একাংশের নেতাকর্মী, নবনির্বাচিত কাউন্সিলর ও বিভিন্ন সংগঠনের কর্মীরা ফুলের তোড়া নিয়ে অভিনন্দন জানাতে তার বাসভবনে ভিড় করছেন। অনেকে সাজ্জাদুল হক রেজার বাসভবনের নিচে ফুল নিয়ে অপেক্ষা করছেন।

[৩] বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বেলকুচি পৌর এলাকার জিধুরী গ্রামের " ছয়দানা ভিলা " রেজার নিজ বাসভবনের সামনে এ চিত্র দেখা যায়।

[৪] ফুলের তোড়া নিয়ে অভিনন্দন জানাতে আসেন সমাজসেবক আবু মুসা, সবুজ সরকার, সহিদুল ইসলামসহ কয়েকজন। তারা বলেন, নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানাতে এসেছি। আমরা তার কাছে আগামীদিনে সার্বিক উন্নয়ন প্রত্যাশা করি।

[৫] বেলকুচি কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সেলিম রেজা এই প্রতিবেদককে বলেন, আমাদের বেলকুচি স্কুল কলেজের উন্নয়ন হলে শিক্ষার মান উন্নত হবে। এর জন্য বেলকুচির শিক্ষার সুন্দর পরিবেশ গড়তে নতুন মেয়রের সহযোগিতা প্রয়োজন। আমরা আশাবাদী, তিনি পৌর এলাকার উন্নয়ন, শিক্ষা ও শান্তি সমৃদ্ধির জন্য কাজ করবেন।

[৬] সবার কাছ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা পেয়ে বেলকুচি পৌরসভার নবনির্বাচিত (বেসরকারিভাবে) মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। বেলকুচি পৌর এলাকার উন্নয়ন ও মানুষের জন্য কাজ করতে চাই। আশা করি আমি একটি সুন্দর পৌরসভা উপহার দিতে পারবো।

[৭] প্রসঙ্গত, শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত বেলকুচি পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ২৬টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ বিদ্রোহী মেয়র প্রার্থী (নারকেল গাছ) প্রতিকে ১৮ হাজার ৩৮৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী বেগম আশানুর বিশ্বাস নৌকা প্রতীকে ১২ হাজার ৭৮৭ ভোট পেয়েছেন। এদিকে বিএনপির প্রার্থী হাজী আলতাব হোসেন প্রামানিক (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৮৪০ ভোট।

[৮] রোববার (১৭ জানুয়ারি) সকালে নারকেল গাছ প্রতীকের প্রার্থী সাজ্জাদুল হক রেজা রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়ে নির্বাচনি ফলাফলের কপি গ্রহণ করেন। দুপুরে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে বের হয়ে নিজের বাসভবনে ফিরে আসেন তিনি। এ সময় নবনির্বাচিত কাউন্সিলর সহ সর্বস্তরের মানুষ তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়