শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ১০:২৪ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৯৯ এ ফোন, যৌন পল্লী থেকে ১৪ তরুণী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ একজন ভুক্তভোগী তরুণীর ফোনে দৌলতদিয়া যৌন পল্লী থেকে থেকে ১৪ তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, মঙ্গলবার রাত পৌণে আটটায় একজন তরুণী রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া থেকে থেকে ফোন করে তাকে উদ্ধারের আকুতি জানান। ওই তরুণী জানান, তার বাড়ী জামালপুরের তেতুলিয়া। নয় মাস আগে তার ভাবী চাকরির প্রলোভনে দৌলতদিয়া যৌন পল্লীতে নিয়ে বিক্রি করে দেয়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে অনৈতিক কাজ করানো হচ্ছিলো। রাজী না হলে মারধর করা হতো। তরুণী আরও জানান, তিনি অসুস্থ, পতিতা পল্লীর বন্দী অবস্থা থেকে মুক্তি পেতে চান। তার কাছে ফোন নেই। এক সহৃদয় ব্যক্তির ফোন থেকে ৯৯৯ এ ফোন করেছেন।

৯৯৯ তাৎক্ষনিক কলারের সঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। এরপর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবী ৯৯৯ কে ফোনে জানান, তারা অনেক খোঁজাখুঁজি করে ভুক্তভোগী মেয়েটিকে উদ্ধার করেন এবং তার বর্ণনা অনুযায়ী একটি তালাবদ্ধ ঘর থেকে আরও ১৪ জন তরুনীকে উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, অভিযানকালে সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরী হয়। মুক্তির আনন্দে উদ্ধারকৃত তরুণীরা আবেগাক্রান্ত হয়ে পড়েন। তারা জানান, অন্ধকার ঘরে তালাবদ্ধ করে তাদের রাখা হতো। ৫ থেকে ৬দিন পর পর গোসলের সুযোগ পাওয়া যেতো। উদ্ধার ১৪ তরুণীকে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং পরবর্তী আইনী প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে উদ্ধার তরুণীদের সেফ হোম এবং তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়