শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৯:০৯ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জঙ্গি, সন্ত্রাস, মাদক নির্মূলে আমরা সফল বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

মাসুদ আলম ও আমান উল্লাহ (কক্সবাজার) : [২] বুধবার (২০ জানুয়ারি) দুপুরে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

[৩] স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে দেশ। যে চরমপন্থীদের ভয়ে মানুষ দরজা বন্ধ রেখে থাকতো তারা আজ আত্মসমর্পণ করে শান্তির পথে ফিরেছে। মহেশখালী, কুতুবদিয়ার জলদস্যুরা এখন স্বাভাবিক জীবন যাপন করছে। সরকারের শক্ত ভূমিকায় সারাদেশে শান্তির সুবাতাস বইছে।

[৪] শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আগামীর দেশে তোমরাই নেতৃত্ব দেবে। তোমাদের জন্য অনেক সম্ভাবনা অপেক্ষা করছে। কোনভাবেই মাদকের সাথে নিজেকে জড়াবে না। মাথায় মাদক ঢুকলে সব শেষ।

[৫] আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি ও বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, কক্সবাজারের সব উন্নয়নের হাব হচ্ছে। এমন কাজ হচ্ছে, আগামী ৫ বছর পরে মাতারবাড়িকে চেনা যাবে না।

[৬] এর আগে কক্সবাজার রিজিয়নের মাঠে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিততে বর্ডার গার্ড বাংলাদেশ'র (বিজিবি) অভিযানে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া ৫৩৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। স্বাগত বক্তব্য দেন বিজিবি কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজেদুর রহমান।

[৭] বিজিবি বলছে, এর আগে এত বৃহৎ পরিসরে দেশের কোথাও এত বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়নি। অনুষ্ঠানে গত ৩ বছরে জব্দ করা মালিকবিহীন ১ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৬২৫ পিস ইয়াবাসহ ৫৩৩ কোটি টাকার বেশি মূল্যের মাদক ধ্বংস করা হয়। ধ্বংস করা অন্যান্য মাদকের মধ্যে রয়েছে ৫ হাজার ৭৯৯ বোতল মদ, ৩৩ হাজার ৫৫৫ ক্যান বিয়ার, ১ হাজার ৭ শত ৩৬ লিটার বাংলা চোলাই মদ, ১৫ দশমিক ৭৩২ কেজি গাঁজা, ১৮ হাজার ৭ শত ৫০ পাতা সেডিল ট্যাবলেট ও ৫ হাজার পাতা জোলিয়াম ট্যাবলেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়