শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৮:৫৭ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবজি খেলতে দুবাই যাচ্ছে বাংলাদেশের দল

ডেস্ক রিপোর্ট: পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়ানশিপের ফাইনালে অংশগ্রহণকারী প্রথম বাংলাদেশি দল এওয়ান ইস্পোর্টসের প্রমোশনাল পার্টনারের দায়িত্ব নিয়েছে বাংলালিংক। আগামী ২১ থেকে ২৪ জানুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এই গেমিং প্রতিযোগিতা। নয়া দিগন্ত

এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, প্রতিযোগিতাটির গ্রুপ পর্যায়ে বিশ্বের নানা প্রান্ত থেকে অংশ নেওয়া মোট ২৪টি দলের মধ্যে এওয়ান ইস্পোর্টসসহ ১৬টি দলকে বাছাই করা হয়। প্রমোশনাল পার্টনার হিসেবে বাংলালিংক প্রতিযোগিতা চলাকালে এওয়ান ইস্পোর্টস সম্পর্কে যাবতীয় তথ্য জানাবে বিভিন্ন ডিজিটাল চ্যানেলের মাধ্যমে।

বাংলালিংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর কাজী উরফি আহমেদ বলেন, ‘বিশ্বব্যাপী মোবাইল গেমিং ইন্ডাস্ট্রি এখন গেমিংয়ে আগ্রহীদের জন্য অর্থ উপার্জনের অনেক সুযোগ সৃষ্টি করছে। ইন্টারনেটের মাধ্যমে তরুণেরা ডিজিটাল দুনিয়ার নানা ক্ষেত্রে বিচরণের সুযোগ পাচ্ছে। এওয়ান ইস্পোর্টসের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা জানাতে চাই, গেমিং শুধু বিনোদনের একটি উপায় নয়, বরং এটি বিশ্বব্যাপী স্বীকৃত ও সমাদৃত একটি স্পোর্ট। ওকলা স্বীকৃত দেশের সবচেয়ে দ্রুত গতির মোবাইল নেটওয়ার্ক হিসেবে বাংলালিংক আন্তর্জাতিক পর্যায়ে এওয়ান ইস্পোর্টসের সহযোগী হতে পেরে আনন্দিত।’

এওয়ান ইস্পোর্টসের ফাউন্ডার কাজী আরাফাত হোসেন বলেন, ‘এটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক একটি ব্যাপার, বাংলালিংকের মতো প্রথম সারির একটি ব্র্যান্ড গেমারদের উৎসাহ দিচ্ছে এবং তরুণদের ইন্টারনেটের শক্তি কাজে লাগিয়ে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করছে। আমাদের এই যাত্রায় বাংলালিংককে সহযোগী হিসেবে পেয়ে আমরা খুশি হয়েছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়