শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ১০:৩৬ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: বাংলাদেশকে ‘উপহার’ দেওয়া ভারতের ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন এবং কয়েকটি প্রশ্ন

শওগাত আলী সাগর : বাংলাদেশকে বিশ লাখ ডোজ কোভিডের টিকা দিচ্ছে ভারত। এই টিকা দেওয়া হচ্ছে উপহার হিসেবে। বাংলাদেশ কর্তৃপক্ষ সেই তথ্যই আমাদের জানিয়েছেন। এই দুঃসময়ে বিনা পয়সায় (উপহার যেহেতু, সেহেতু এই ২০ লাখ ডোজ টিকার জন্য নিশ্চয়ই কোনো দাম দিতে হবে না।) ভারতের এই মহান ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। মজার ব্যাপার হচ্ছে, যারা উপহার দিচ্ছেন- তারা এই বিষয়ে কোনো কথা বলছেন বলে চোখে পড়েনি। বাংলাদেশ সরকারের প্রতিনিধিরাই কেবল মিডিয়ায় এ নিয়ে কথা বলছেন। এমন একটি মহৎ কাজ করছে ভারত- অথচ তারা এ নিয়ে মুখবন্ধ করে রেখেছেন কেন?

কোনো মিডিয়া ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করেছে বলে কোনো ঈঙ্গিত দেয়নি। ভারতের যে কটি পত্রিকা দেখার সুযোগ হয়েছে, সেগুলোতেও বাংলাদেশের মন্ত্রী বা সচিবের বক্তব্যকেই উদ্ধৃত করা হয়েছে। ভারতের কোনো কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করা হয়নি। বিষয়টা বেশ ইন্টারেস্টিং। বাই দ্যা ওয়ে, বিনা পয়সায় ভারত থেকে যে বিশ লাখ ডোজ টিকা আসছে, সেগুলোতে বেক্সিমকোর নিশ্চয়ই কোনো ভূমিকা নেই। ভারত সরকার বাংলাদেশ সরকারকে বিনা পয়সায় উপহার হিসেবে টিকা দিলে সেখানে বেক্সিমকোর ভূমিকা থাকবেই বা কেন। উপহার প্রসঙ্গে ভারত কোনো কিছু বলতে লজ্জা পেলেও আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়