শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৫:৪৭ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চসিক নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগ এনে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত

রিয়াজুর রহমান: চসিক নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে আবারও আচরণ বিধি লংঘনের অভিযোগ এনে নির্বাচন কমিশনে এ অভিযোগ দেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারী) সন্ধ্যায় ডা. শাহাদাত হোসেনের পক্ষে চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদের আহবায়ক একরামুল করিম স্বাক্ষরিত অভিযোগপত্রটি চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান নাগরিক ঐক্য পরিষদের সদস্য ডা. মোহাম্মদুল হক জনি।

অভিযোগ পত্রে বলা হয়, গত ১৮ জানুয়ারী দৈনিক আজাদী ও ১৯ জানুয়ারী-২০২১ইং দৈনিক পূর্বকোণ পত্রিকাতে আওয়ামী লীগের পক্ষ থেকে বিজ্ঞাপণ দিয়ে চসিক মেয়র নির্বাচনে বর্তমান জাতীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান সমন্বয়ক ও চেয়ারম্যান করে নৌকা প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের সংবাদ প্রচার করা হয়। যা সিটি কর্পোরেশন নির্বাচন আচরন বিধির এস. আর ও নং ৩৪০-আই/২০১৬/ স্থানীয় সরকার আইন- ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) এর ধারা ১২০ এর উপ-ধারা (১) এর দফা (খ) ধারা ৩৫ এর সহিত পঠিতব্য ও প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন প্রণিত বিধিমালা সংজ্ঞা-২ এর ১৩ এর সুস্পষ্ট লঙ্গন।

ইতিপূর্বে আরও আচরনবিধি লঙ্গনের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ সহকারে চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদের অভিযোগ দেয়ার পরও কোন ধরনের আইনানুগ ব্যবস্থা না নেওয়ায় সরকার দলীয় প্রার্থী নির্বাচন কমিশন আইনকে বার বার বৃদ্ধাঙ্গুলী প্রদশর্ন করছেন। নির্বাচনের আইনানুযায়ী যা সম্পূর্ণ বর্হিভূত এবং শাস্তিযোগ্য অপরাধ।

অভিযোগে সরকারী সুবিধাভোগী সকলকে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ থেকে বিরত থাকার বিষয়ে আইনী ব্যবস্থা নেয়ার আবেদন জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়