শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৩:৫০ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিনি কখনো সাংবাদিক, কখনো ব্যারিস্টার!

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের আদালতপাড়ায় কামরুল হাসান হৃদয় নামে এক ভুয়া ব্যারিস্টারকে আটক করেছে আইনজীবী সমিতি। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে তাকে আটক করে সমিতির কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে নগরীর কোতোয়ালী থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

শুধু ব্যারিস্টারই নয়, তিনি সাংবাদিক পরিচয় দিয়েও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন, এমন অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, আইনজীবী না হয়েও তিনি ব্যারিস্টার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে সমিতিতে অনেক অভিযোগ আসছিল। আজ প্রতারণার সময় তাকে হাতেনাতে ধরে সমিতি অফিসে আনা হয়। তার বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে তাকে কোতোয়ালী থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার কামরুলের বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় একটি প্রতারণার মামলা রয়েছে। তার কাছ থেকে ভুয়া ব্যারিস্টার, সাংবাদিক, সম্পাদকসহ অনেক ধরনের আইডি কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী সমিতির সমিতির পাঠাগার সম্পাদক আলী আকবর সানজিক।

এদিকে, চট্টগ্রামের স্থানীয় দৈনিক আজাদীর সাংবাদিক মোরশেদ তালুকদার জানান, সম্প্রতি কয়েকজন কাউন্সিলর প্রার্থীর কাছে এই প্রতারক নিজে মোরশেদ তালুকদার সেজে অর্থ হাতিয়ে নিতে ফোন করেন। কাউন্সিলর প্রার্থীদের কাছে যে নম্বর থেকে ফোন গেছে প্রতারক কামরুলের থেকে উদ্ধার হওয়া নম্বররগুলোর সঙ্গে মিল পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়