শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৩:৪৭ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাদের মির্জা তার বড় ভাই ও ভাবীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে: নিক্সন চৌধুরী

অনলাইন রিপোর্ট: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, ‘কাদের মির্জাকে আমি চিনিও না, জানিও না। হঠাৎ কইরা ওই ব্যক্তি আমাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য শুরু করছে। তাকে পাগল ছাড়া আর কিছু বলা যায় না। ওনি আওয়ামী লীগের বড় এক নেতার ভাই। সে তার বড় ভাই নিয়া উল্টাপাল্টা কথা বলে, বড় ভাবীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে।’ ইত্তেফাক

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সংসদ সদস্যদের নিয়ে বিরুপ মন্তব্যকারী নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদেরের বিচার চেয়েছেন।

মঙ্গলবার ( ১৯ জানুয়ারি) সন্ধ্যায় চরভদ্রাসন উপজেলার গাজীরটেকে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।

নিক্সন চৌধুরী তার বক্তব্যে বলেন, কাদের মির্জা মন্তব্য করেছেন বাংলাদেশের সকল এমপি মদ খায়। একজন মেয়র হয়ে সংসদ সদস্যদের নিয়ে এমন মন্তব্য ওনি কিভাবে করেন?

‘নিক্সন চৌধুরী তার মামার জোরে চলে’ কাদের মির্জার এমন মন্তব্যের প্রেক্ষিতে নিক্সন চৌধুরী বলেন, ‘আমি মামা শেখ সেলিম কিংবা ভাই লিটন চৌধুরীর জোরে চলি না, এমপি নিক্সন চৌধুরী জনগণের জোরে চলে।’

‘ভোট চুরি করে এমপি হয়েছেন নিক্সন চৌধুরী’ কাদের মির্জার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় নিক্সন চৌধুরী বলেন, ‘এটা কি পাগলেও বিশ্বাস করবে? সারাদেশের মানুষ জানে ফরিদপুর-৪ আসনের কেমন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনগণের ভোটে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্ল্যাহকে হারিয়ে আমি নির্বাচিত হয়েছি।’

নিক্সন চৌধুরী আরো বলেন, সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচন। যারা আপনাদের পাশে থাকবে, এমন যোগ্য ব্যক্তিকে আপনারা ভোট দিন।

এর আগে, নিক্সন চৌধুরী চরভদ্রাসনের গাজীরটেক ভায়া সদরপুর বর্ডার আরসিসি সড়কের উদ্বোধন করেন। পরে তিনি ওই এলাকায় শীতার্ত দরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন।

চরভদ্রাসন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন, সাধারণ সম্পাদক হাফেজ মো. কাউসার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্যা, চর অযোধ্যা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এসএম ফরহাদ, যুবলীগের সভাপতি মোরাদ হোসেন, ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়