শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ১২:৪২ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন থেকে সিনোভ্যাক কিনতে বাধ্য হচ্ছেন বলসোনারো

রাশিদ রিয়াজ : ২০ লাখ কোভিশিল্ড টিকা আনতে ভারতের মুম্বাই অভিমুখে বিশেষ বিমান পাঠানোর পর তা দিতে এ মূহুর্তে রাজি না হওয়ায় বিমানের গতিপথ পরিবর্তন করে আমাজনে নেয়া হয়। এরপর ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো চীন থেকে সিনেভ্যাক টিকা কেনার উদ্যোগ নিয়েছেন। অথচ বলসোনারো এর আগে চীনা টিকার সমালোচনা ও তা না কেনার পক্ষেই ছিলেন। এও বলেছিলেন তিনি ব্রাজিলের নাগরিকদের চীনা টিকা নিয়ে গিনপিগ হতে দেবেন না। দি প্রিন্ট

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর টেলিফোনে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে দেন ঠিক এখন টিকা দেওয়া সম্ভব হবে না। ভারতের প্রত্যন্ত অঞ্চলে টিকা পৌঁছে দেওয়ার পর তা রফতানির সিদ্ধান্ত নেওয়া হবে। এতে ব্রাজিল শেষ পর্যন্ত চীনা টিকা জরুরি ভিত্তিতে সংগ্রহের সিদ্ধান্ত নেয়। কারণ কোভিড সংক্রমণের দিক থেকে দেশটি বিশে^ এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে। কিন্তু ভারতের সেরাম ইন্সটিটিউট বলেছে জানুয়ারির শেষ দিকে টিকা রফতানি করা সম্ভব হবে। এবং ভারতের প্রতিবেশি দেশগুলোকে তা আগে সরবরাহ করা হবে। প্রতিবেশি দেশগুলোকে শুভেচ্ছা হিসেবে ফ্রি টিকা দেওয়ার কথাও বলেছে সেরাম। তারপর ব্রাজিলে রফতানির বিষয়টি নিয়ে ভাবা যাবে। ব্রাজিল ছাড়াও শ্রীলংকাসহ অন্যান্য দেশে ভারত টিকা রফতানি করার পরিকল্পনা করছে।

সেরামের এক কর্মকর্তা জানান, কোভিড টিকা নিয়ে খুব বেশি চ্যারিটি দেখানোর সুযোগ নেই। আর রফতানি এ মাসের শেষ নাগাদ ছাড়া তার আগে সম্ভব হবে না। ব্রাজিল জরুরি ভিত্তিতে ২ মিলিয়ন টিকা কিনতে দামও পরিশোধ করে ভারতকে। কারণ টিকা নিয়ে ব্রাজিলের অভ্যন্তরীণ রাজনীতিতে সংকট তৈরি হয়েছিল। দেশটিতে চীনা টিকা নেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়েছে। ব্রাজিলের ফেডারেল সরকার ও সাও পাওলো স্টেট সরকারের মধ্যে কোন দেশের টিকা দেওয়া হবে তা নিয়ে বিতর্ক চলছে। স্টেট অব সাও পাওলো শাসন করেন গভর্নর জোয়াও ডরিয়া। ব্রাজিলের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে প্রেসিডেন্ট বলসোনারের সঙ্গে তার মতপার্থক্য রাজনৈতিক বিরোধ রয়েছে। প্রেসিডেন্ট বলসোনারো সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে টিকা চেয়ে চিঠি লেখার পর দুই দেশের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষর হয়। কিন্তু জরুরি ভিত্তিতে টিকা আনতে মুম্বাই বিমান উড্ডয়ন করার পর ভারতের পক্ষ থেকে টেলিফোনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান এই মূহুর্তে টিকা সরবরাহ করা সম্ভব হবে না। তবে ভবিষ্যতে ব্রাজিলকে টিকা দেওয়ার আশ্বাস দেন জয়শঙ্কর।

অন্যদিকে সাও পাওলো সরকার গত বছর চীনের সঙ্গে চুক্তি করার পর স্থানীয়ভাবে সিনেভ্যাক টিকা উৎপাদন শুরু করে। তারপরও ব্রাজিল ভারতের কাছ থেকে কুড়ি লাখ টিকা পাওয়ার জন্যে অপেক্ষা করছে। এজন্যে এক বিশেষ মূল্য পরিশোধ করেছে দেশটি। এখন ভারত টিকা দিতে দেরি করলে ব্রাজিলের বিরোধী দল এ নিয়ে প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে রাজনীতি করার সুযোগ হাতছাড়া করবে না। ভারতের সেরাম ইন্সটিটিউটের সঙ্গে ব্রাজিল অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন কেনার চুক্তিও স্বাক্ষর করেছে। এই টিকা জরুরি ভিত্তিতে ব্রাজিলের ৬০ বছরের অধিক বয়স্ক নাগরিক ও আদিবাসিদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার কথা জানিয়েছিলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী এদোয়ার্দো পাজুয়েলো। ব্রাজিলের আজুয়াল ব্রাজিলিয়ন এয়ারলাইন্সের একটি বিমান ভারতে দিন সাতেক ধরে অপেক্ষা করছে টিকা নিয়ে দেশটিতে ফিরে যাওয়ার জন্যে। ভারতের কর্মকর্তারা বলছেন ব্রাজিল টিকা পাবে তবে কিছুটা সময় আরো অপেক্ষা করতে হবে। গত সোমবার ব্রাজিলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সুরেশ রেড্ডি প্রেসিডেন্ট বলসোনারোর সঙ্গে দেখা করে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়