শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ১১:২২ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাকচাপায় দুই পুলিশ সদস্য নিহতের ঘটনায় মামলা

নুরনবী সরকার: [২] লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

[৩] মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে ট্রাক চালকের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেন হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক(এসআই) আঙ্গুর। এর আগে সোমবার বিকেল ৩টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে খানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৪] নিহতরা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া এলাকার মৃত জয়েন উদ্দিনের ছেলে উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন ও রংপুর গংগাচড়া উপজেলার মহিপুর এলাকার মৃত মাহমুদুর রহমানের ছেলে কনস্টেবল মুজিবুল আলম ওরফে হাজী (৪৮)। দুজনই হাতীবান্ধা থানার ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিএসবি) শাখায় কর্মরত ছিলেন।

[৫] পুলিশ জানায়, একটি মামলার তদন্ত শেষে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক হয়ে বড়খাতা থেকে হাতীবান্ধা থানার দিকে মোটরসাইকেল যোগে ফিরছিলেন পুলিশ সদস্য আব্দুল মতিন ও মুজিবুল আলম। পথিমধ্যে খানের বাজারে পৌঁছালে বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাককে অতিক্রম করতে গেলে ট্রাকটির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্য মারা যান।

[৬] এ ঘটনায় হাতীবান্ধা থানার উপ পরিদর্শক (এসআই) আঙ্গুর বাদী হয়ে ট্রাক চালকের নামে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

[৭] হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ঘাতক ট্রাকটি আটক রয়েছে। ঘাতক ট্রাকের পলাতক চালকের পরিচয় শনাক্ত করে এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

[৮] এদিকে মঙ্গলবার দুপুরে পুলিশ লাইনস মাঠে তাদের নামাজে জানাজা ও গার্ড অনার প্রদান শেষে আনুষ্ঠানিকভাবে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।ট্রাকচাপায় দুই পুলিশ সদস্য নিহতের ঘটনায় মামলা।সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়