শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ১০:৪৯ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে বাস-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

সিরাজুল ইসলাম: [২] হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাস ও অটো মুখোমুখি সংঘর্ষে অটোচালক শাহ আলম নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন । মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে সড়কটির জয়মন্টপ ইউনিয়নের চরনয়াডাঙ্গী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

[৩] স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, হরিরামপুর থেকে ছেড়ে আসা শুকতারা দ্রুতগতি সার্ভিসের (মেহেরপুর জ-১১-০০১৪) বাসটি আঞ্চলিক মহাসড়কের নয়াডাঙ্গী পৌঁছলে তার বিপরীত দিক থেকে আসা মাছ ভর্তি অটোর সঙ্গেঁ মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোচালক শাহআলম নিহত হন।

[৪] বাসটি দক্ষিণ পাশের খাদে পড়ে গেলে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা জানান, ঘন কুয়াশার মধ্যে বেপরোয়া গতিতে গাড়ী চালানোর কারণে এ দূর্ঘটনা ঘটে। নিহত শাহআলম সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া বেপারী পাড়া মহল্লার দলিল উদ্দিনের পুত্র ও ১ সন্তানের জনক। আহতরা হচ্ছেন- মোঃ রাসেল (২১), মোঃ সাদেক(৫৫), রেশমা (২৮), গনেশ (৩০), আনিছুর রহমান লাভলু (৫৮), জলিল উদ্দিন (৫৮), যশরথ (৫০), লক্ষণ হালদার (৬০). পনির (৩৮), কুলছুম (৩৮), সোবাহান (৪০) ও জীবন(২১)। আহতরা সকলেই জেলা সদর,সিংগাইর,হরিরামপুর ও সাটুরিয়া উপজেলার বাসিন্দা।

[৫] সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার সাঈদা বিনতে আনোয়ার বলেন, আহতদের মধ্যে গুরুতর ৭ জনকে বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়েছে। একজন এ হাসপাতালে ভর্তি রয়েছে ও আরো ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ।

[৬] এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মোঃ রকিবুজ্জামান বলেন, বাসটিকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

[৭] এ ঘটনায় জেলা প্রশাসক এসএম ফেরদৌস, ইউএনও রুনা লায়লা ও সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়