শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ১০:৩০ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী গড়তে নাগরিকদের সহযোগিতা প্রত্যাশা, মেয়র টিটু

আব্দুল্লাহ আল আমীন: [২] ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে মঙ্গলবার (১৯ জানুয়ারি) পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়তে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।

[৩] তিনি বলেন করোনা পূর্বকালীন সিটি কর্পোরেশনের গৃহীত রাত্রিকালীন বর্জ্য সংগ্রহের কার্যক্রম করোনা বিপর্যয়ের কারণে কিছুটা বাধাগ্রস্ত হলেও বর্তমানে নতুন উদ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় পাইলট প্রকল্প হিসাবে নগরীর ৭,৮ ও ৯ নং ওয়ার্ড এবং প্রধান প্রধান রাস্তা পরিচ্ছন্ন রাখার কার্যক্রম গৃহীত হয়। পর্যায়ক্রমে সমগ্র সিটি কর্পোরেশন এলাকা এই কর্মসূচির আওতায় আনা হবে। তিনি পরিচ্ছন্ন নগরী গড়তে সর্বস্তরের নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

[৪] মতবিনিময় সভায় সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সহকারী সচিব মো. আরিফুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, মসিক এর সচিব রাজীব কুমার সরকার, পরিবহন ও যান্ত্রিক বিভাগের পরিচালক ও প্রধান আঞ্চলিক নিবার্হী কর্মকর্তা ড. উম্মে আফসারী জহুরা, আঞ্চলিক নিবার্হী কর্মকর্তা রাজিয়া সুলতানা, জনসংযোগ কর্মকর্তা শেখ মাহবুল হাসান রাজিব,স্বাস্থ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মহব্বত আলী, কাউন্সিলর শীতল সরকার, ফারুক হাসান সহ কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়