শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ০৮:৫৫ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদক ব্যাবসা ছেড়ে দেয়ার অঙ্গীকার করে আবারও হেরোইনসহ আটক

আবদুল ওহাব: [২] বগুড়ার শাজাহানপুরে মাদক ব্যাবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে আবারও মাদক ব্যাবসা করছে এক পরিবার।

[৩] এসব তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৯ জানুয়ারী) ভোরে আফতাব হোসেন পেতাব (৪৯) নামে ওই পরিবারের একজনকে দুই গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার সাজাপুর পন্ডিত পাড়া গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।

[৪] শাজাহানপুর থানার এস আই শামীম আহমেদ জানান, পরিবারটি দীর্ঘদিন থেকে কুখ্যাত মাদক ব্যাবসায়ী হলেও বছর খানেক আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে মাদক ব্যাবসা আর না করার দৃঢ় অঙ্গীকার করে সাভাবিক জীবনে ফিরে যায়। বিগত দিনে সে ৯টি মাদক মামলার আসামী হওয়ায় এজন্য প্রশাসন থেকে সার্বিক সহযোগিতাও চাওয়া হয়। কিন্তু এসবই ছিল চাতুরতা। কিছুদিন হলো ওই পরিবারটি আবারও মাদক ব্যাবসায় জড়িয়ে পড়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ীতে শাজাহানপুর থানার এসআই শামীম আহমেদ সংগীয় ফোর্স নিয়ে ১৯ জানুয়ারী ভোরে অভিযান পরিচালনা করে। এসময় পেতাবের কাছে দুই গ্রাম হেরোইন পাওয়ায় তাকে হাতনাতে গ্রেফতার করে।

[৫] এঘটনায় আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়