শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ০৬:৪৯ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে মুলার কেজির ১ টাকা

ডেস্ক রিপোর্ট: নাটোরে এক সপ্তাহের ব্যবধানে শীতকালিন সবজির দাম কমেছে কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা। এছাড়া কাঁচামরিচের দাম কমেছে ৩০ টাকা পর্যন্ত। তবে সবজির বর্তমান বাজারমূল্য নিয়ে সন্তুষ্ট নন কৃষকরা।

জেলার স্টেশন বাজারে চলতি সপ্তাহের শুরু থেকে ব্যাপক হারে আলু, টমেটো, গাজর, বাঁধাকপি ও কাঁচা মরিচের সরবরাহ বেড়ে যায়। এতে গত সপ্তাহে প্রতিকেজি ১৮ টাকার আলু বিক্রি হচ্ছে ১২ টাকায়, ২০ টাকার টমেটো ১৫ টাকায়, ২৫ টাকার গাজর ১৫ টাকায়, ৮৫ টাকার কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। এছাড়া বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩ থেকে ৫ টাকায়। তবে ফুলকপি, বেগুন ও শিমের দাম গত সপ্তাহের চেয়ে কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে।

দাম বাড়ায় কৃষকদের উৎপাদন খরচ উঠলেও লাভবান হচ্ছেন না বলে দাবি তাদের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আলু ১২ টাকা, টমেটো ১৫ টাকা, বেগুন ১২-১৪ টাকা, মুলা ১ টাকা, লাউ ৫-৭ টাকা, সিম ১৫-১৬ টাকা, পেঁপে ৮-১০, গাজর ১৫, বাঁধাকপি ৩ টাকা পিস বিক্রি হচ্ছে।

কাজী রফিকুল আলম বলেন, প্রতিদিনই সবজির দাম কমছে। আমাদের খরচেই উঠছে না। পরবর্তীতে কীভাবে আমরা উৎপাদনে যাবো।

স্টেশন বাজারে আড়তদার আব্দুল হামিদ বলেন, চাহিদার চেয়ে সবজির সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। আশা করি, দু-একদিনের মধ্যে দাম বাড়বে।

চলতি বছর জেলায় প্রায় ৬ হাজার ২০০ হেক্টর জমিতে আলুসহ ৩১ ধরনের সবজির আবাদ হয়েছে।সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়