শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ০৩:০৭ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিএমপির ৫ থানার ওসি পদে রদবদল

রাজু চৌধুরী: [২] নির্বাচন কমিশনের সুপারিশে সিএমপির ৫ থানার ওসি পদে রদবদল করা হয়েছে। ১২ জানুয়ারি নির্বাচনী সহিংসতায় ডবলমুরিং থানার পাঠানটুলি ওয়ার্ডে একজন মারা গেলে সেখানে নির্বাচনী পরিবেশ সংকটের মুখে পড়ে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের (চসিক) ভোটের ৯ দিন আগে এই সুপারিশ করা হলো।

[৩] সোমবার (১৮ জানুয়ারি) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ রদবদলের আদেশ দেন।

[৪] কোতোয়ালী থানার আলোচিত ওসি মোহাম্মদ মহসীনকে ডবলমুরিং থানায় ওসি পদে বদলি করে ডবলমুরিংয়ের ওসি সদীপ ‍কুমার দাশকে সিএমপি কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনকে কোতোয়ালীর ওসি পদে বদলি করে চকবাজার থানার ওসি রুহুল আমিনকে বাকলিয়া থানায় পদায়ন করা হয়েছে। চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খোন্দকারকে চকবাজার থানার ওসি পদে বদলি করে ডিবি উত্তর জোনের পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে চান্দগাঁও থানার ওসি পদে পদায়ন করা হয়েছে। এছাড়া অন্য এক আদেশে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (সিটি) আসিফ মহিউদ্দীনকে অতিরিক্ত হিসেবে নির্বাচনকালীন সময়ে গোয়েন্দা বিভাগকে (ডিবি) সহায়তা করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

[৫] চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান বলেন, ‘নির্বাচনী আচরণ ও পরিবেশ ঠিক রাখতে আমরা সিএমপিকে যা যা করণীয় তা করতে চিঠি দেয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনের সুবিধার্থে সিএমপির পাঁচ থানার ওসি বদলি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পরিকল্পনার একটি অংশ হতে পারে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়