শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ০১:৩০ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাশিদা খাতুনের দোয়া মাহফিলে মেয়র তাপস, তিনি একজন ভাল-সরল ও সাদা মনের মানুষ ছিলেন

সুজিৎ নন্দী: [২] প্যানেল মেয়র শহিদ উল্লাহ’র গেন্ডারিয়াস্থ বাসভবনে তার প্রয়াত সহধর্মিনী রাশিদা খাতুন একজন ভালো মহিলা ছিলেন, সরল মহিলা ছিলেন এবং সাদা মনের মানুষ ছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

[৩] ডিএসসিসি মেয়র এ সময় বলেন, আসলে আমার সাথে কদিন আগে উনার পরিচয়। অল্প সময়ে তার মধ্যে সরলতা দেখেছি, ভালো মানুষের পরিচয় পেয়েছি। আমরা সেদিন ৭৫টি ওয়ার্ডে প্রথমবারের মতো ঘুড়ি উদযাপন করছিলাম। সেই আয়োজনের সূত্রে মিনু সাহেব (প্যানেল মেয়র) তার নিজের এলাকায় ব্যাপক আয়োজন করেছিলেন। আয়োজনে অংশ নিতে আমি এসেছিলাম। সেদিনই চাচীর সাথে আমার পরিচয়।

[৪] সোমবার দোয়া মাহফিলে ডিএসসিসি মেয়র তাপস এই মন্তব্য করেন। মৃত্যুর আগের দিন সন্ধ্যার আগে আগে তার সাথে আমার পরিচয় হলো, আর ভোর রাতেই তিনি ইন্তেকাল করেন।

[৫] এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, করপোরেশনের সচিব আকরামুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণ ও গেন্ডারিয়া থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়