শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ০১:১৪ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাবির তিন শিক্ষককে বেনামী চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি দেয়ায় উদ্বেগ প্রকাশ

মঈন উদ্দীন: [২] রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি)র তিন শিক্ষককে বেনামী চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

[৩] সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মু. আলী আসগর, ভূতত্ত ও খণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সুলতানুল ইসলাম টিপু ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

[৪] শিক্ষক সমিতির নেতারা জানান, প্রাণনাশের হুমকি দেয়ায় ওই শিক্ষকরা ছাড়াও আমরা গভীর উদ্বেগের সঙ্গে দিন কাটাচ্ছি। হুমকিপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে কেউ কেউ আইনের আশ্রয় নিয়েছেন। তাদের পরিবারও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

[৫] এর আগে, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ ইউনুস, ভূতত্ত ও খণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম লিলন ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী নির্মমভাবে খুন হন। এছাড়া বিভিন্ন সময়ে আরো বেশ কয়েকজন শিক্ষককে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

[৬] এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি যথাযথভাবে তদন্ত করে হুমকিদাতাদের চিহ্নিত এবং আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান শিক্ষক সমিতির নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়