শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ১২:৪০ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় ২০ হাজার পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

বশির উদ্দিন: [২] উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ সময় সাদা একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

[৩] সোমবার আদালতে পাঠানো হলে ওইদিন বিকালে আদালত তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন। রোববার দিবাগত রাতে সুলতানা কামাল সেতুর নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুরের ছেংগারচর থানার হাশিমপুর গ্রামের মো. দ্বীন ইসলামের ছেলে মো. ফারুক হোসেন (৩৩), রংপুরের পীরগঞ্জ থানার ৩ নংওয়ার্ড চক করিম গ্রামের মো. আতোয়ার মন্ডলের ছেলে মো. ইউনুস আলী (৩৪-ড্রাইভার), ফরিদপুরের ভাঙ্গা থানার মনসুরাবাদ গ্রামের মো. শাহ আলম শেখের ছেলে মো. তারেক (৩২), ঢাকার ভাটারা থানাধীন নয়ানগর মোল্লাপাড়া গ্রামের মো. ইউসুফ মোল্লা (২৪), চাঁদপুরের উত্তর মতলব থানার আম্মাকান্দা গ্রামের মো. মোস্তফার ছেলে মো. কালাম (৩০), খুলনার খালিশপুর থানার খালিশপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মো. আলী আজম (৪৪)।

[৫] এ ঘটনায় পাইকারী ইয়াবা কারবারি টেকনাফের উখিয়া থানা এলাকার নূর আলম (৩৫) পলাতক রয়েছে। এ বিষয়ে রোববার রাতে ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে উক্ত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

[৬] বিষয়টি নিশ্চিত করে মামলার বাদি গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ পরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, ওই মাদক ব্যবসায়ীদের গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে টেকনাফের নূর আলমের কাছ থেকে ইয়াবা ঢাকায় এনে বিক্রি করে আসছিল। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়