শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ১২:৩৪ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ী পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী ৪জনসহ ৬৬ কাউন্সিলর প্রার্থী

ইউসুফ মিয়া: [২] চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজবাড়ী পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৪, ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৫০ এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে ১২ জনসহ মোট ৬৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

[৩] মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় পর্যন্ত তারা নির্বাচনের তারা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীনের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। মেয়র পদে মনোনয়ন পত্র দাখিলকারী ৪ জন হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী, বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, স্বতন্ত্র প্রার্থী রাজবাড়ী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও ৪ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আলমগীর শেখ তিতু এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কে.এ রাজ্জাক মেরীন।

[৪] অপরদিকে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ১ নং ওয়ার্ডে ৮, ২ নং ওয়ার্ডে ৪, ৩ নং ওয়ার্ডে ৩, ৪ নং ওয়ার্ডে ৬, ৫ নং ওয়ার্ডে ৪, ৬ নং ওয়ার্ডে ৩, ৭ নং ওয়ার্ডে ১১, ৮ নং ওয়ার্ডে ৬ ও ৯ নং ওয়ার্ডে ৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

[৫] এছাড়া সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৩টি সংরক্ষিত ওয়ার্ডেই ৪ জন করে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

[৬] উল্লেখ্য, ১৯ জানুয়ারি দাখিলকৃত মনোনয়ন পত্রগুলোর যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং ২৬শে জানুয়ারী পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে। এরপর ২৭শে জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং ১৪ই ফেব্রুয়ারি ই‌ভি‌এ‌মের মাধ্য‌মে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

[৭] রাজবাড়ী পৌরসভার ৪৫ হাজার ২০ জন ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়