শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ০৫:১৫ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনায় গোয়েন্দা পুলিশ সোর্স হত্যা মামলায় আটক ৩

শরীফা খাতুন: [২] খুলনা মহানগরীতে চাঞ্চল্যকর গোয়েন্দা পুলিশ সোর্স হত্যা মামলার সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে র‌্যাব-৬। আটককৃতরা হলেন- লবণচরার দক্ষিণ মোল্লাপাড়ার বাঙ্গালী গলির বদি মোল্লার ছেলে বাপ্পী মোল্লা (২৩), মোল্লাপাড়া মসজিদ গলির আজারুল ইসলাম আজুর ছেলে তরিকুল ইসলাম তারেক (২২) ও খুলনা সদরের মহিষবাড়ী ছোট খালপাড় এলাকার আশিকুর রহমান নিরুর ছেলে নাইমুর রহমান আকাশ (১৯)।

[৩] রোববার রাত ১১টা ১০ মিনিটের দিকে র‌্যাবের-৬ (স্পেশাল কোম্পানী) খুলনার একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন আশিবিঘা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

[৪] র‌্যাব-৬ এর সেকেন্ড ইন কমান্ড মেজর মো. আনিসুর রহমান জানান, বহুল আলোচিত ও চাঞ্চল্যকর গোয়েন্দা পুলিশের সোর্স শফিকুল ইসলাম হত্যার পর থেকেই খুলনা মহানগরের বিভিন্ন স্থানে নিয়মিত ভাবে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে।

[৫] এরই ধারাবাহিকতায় রোববার রাতে অভিযান চালিয়ে হত্যা মামলার সন্দেহভাজন ৩ আসামীকে আটক করা হয়েছে। হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী দুলাল তালুকদারের সাথে পরস্পর যোগসাজসে হত্যাকান্ডটি ঘটিয়েছে বলে তারা স্বীকার করেছে । হত্যা মামলায় জড়িত অন্যান্য আসামীদেরকে গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামীদেরকে খুলনা মেট্রোপলিটন (কেএমপি) পুলিশের গোয়েন্দা শাখায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে ।

[৬] উল্লেখ্য, গত ১২ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে কেএমপি, খুলনার লবণচরা থানাধীন বান্দাবাজার এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অপর তিন জন সোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে একটি ইয়াবা ব্যবসায়ী চক্রকে আটক করতে গেলে সেখানে পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা ইয়াবা ব্যবসায়ী চক্রের সদস্যরা অভিযান দলের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে গোয়েন্দা পুলিশের একজন এএসআই সহ অপর দুইজন সোর্স গুরুতর আহত হন।

[৭] তাৎক্ষণিকভাবে কাছাকাছি থাকা গোয়েন্দা পুলিশের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত সদস্যদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোর্স শফিকুল ইসলামকে (৩৫) মৃত ঘোষণা করে। এ ব্যাপারে কেএমপি লবণচরা থানায় একটি হত্যা মামলাসহ দুটি পৃথক মামলা দায়ের করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়