শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ১২:৩৪ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে শিশু সানজিদা হত্যা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

আব্দুল্লাহ আল আমীন: [২]র‌্যাব-১৪’র অধিনায়ক লে.কর্নেল এফতেখার উদ্দিন প্রেসব্রিফিং-এ জানান, গত ১৫ জানুয়ারি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর এলাকার আকন্দ বাড়ীর পিছনে অপহরণকারীরা মুক্তিপণের টাকা না পেয়ে শাহাজাহান আকন্দের মেয়ে শিশু সানজিদা আক্তার (৭) কে হত্যা করে লাশ ফেলে রাখে।

[৩] হত্যা সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ ময়মনসিংহ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার বিষয়ে ছায়া তদন্ত শুরু করে, নিহতের আলামত পর্যালোচনা ও বিশ্লেষন করে তদন্তে র‌্যাব-১৪ ঘটনার মূল রহস্য উন্মোচন করেন।

[৪] এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার হত্যা মামলার জড়িত সন্দেহে ইয়াসিন আক্তার (১৬) কে তারাকান্দা থানা এলাকা হইতে গ্রেপ্তার করে।

[৫] গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাবাদে জানা যায় যে, সুপারি কুরানোর নাম ভিকটিম সানজিদা আক্তারকে তার বাড়ির পাশের জঙ্গলে সে এবং শাকিল (১৯) মিলে শ্বাসরোদ্ধ করে হত্যা করে পরবর্তীতে ভিকটিমের বাজারে বিকাশ এজেন্ট নিশীথ কুমার সিংহ (৫৭) মোবাইল ফোনের মাধ্যমে বিশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পাওয়াতেই আটক আসামি শিশু সানজিদা আক্তারকে হত্যা করার কথা স্বীকার করে।

[৬] তার স্বীকারোক্তির ভিত্তিতে নিশীথ কুমার সিংহ (৫৭) কে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়