শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ১১:৪০ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি, অগ্নিদগ্ধ ২

সিরাজুল ইসলাম: [২] মানিকগঞ্জের সিংগাইরে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এতে অগ্নিদগ্ধ হয়েছেন ২ জন। রোববার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের খোলাপাড়া বাসষ্ট্যান্ডে রফিক মার্কেটে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

[৩] জানা গেছে, ওই মার্কেটের আব্দুল মালেকের ব্যবসা প্রতিষ্ঠান মা ট্রেডার্স থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ওই দোকানের ডিজেল, মবিল, পেট্রোল , এলপি গ্যাস সিলিন্ডার, হার্ডওয়ারসহ সমস্ত মালামাল পুড়ে যায়। সেই সঙ্গে পার্শ্ববর্তী শচিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, আবুল হোসেন ও ঈমান মুন্সির বসতঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

[৪] এ সময় মা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আঃ মালেকের পিতা নাজিম উদ্দিন (৭৫) ও কর্মচারী শাহীনুর ইসলাম (৩০) অগ্নিদগ্ধ হন। দু‘জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা জানান, মা ট্রেডার্সয়ের ৫০-৬০ লাখ, আবুল হোসেনের ১০ লাখ, শচিন রায়ের ৭ লাখ, ঈমান মুন্সির প্রায় ২ লাখ টাকার মালামালসহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

[৫] প্রত্যক্ষদর্শীরা জানান, ভয়াবহ এ অগ্নিকান্ড চলাকালীন সময়ে গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল পুড়ে যাওয়ার সময় বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা আরো জানান, মা ট্রেডার্সে গ্যালনের ফুটো আগুন দিয়ে গলিয়ে সারাতে গিয়ে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে শুনেছি। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ও এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

[৬] মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোঃ শরিফুল ইসলাম বলেন, ধারনা করছি, তেলের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি আরো বলেন, দক্ষিণ পাশের খালে পানি থাকায় আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি।

[৭] সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা ও সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়