শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০৩:৪২ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বর্ণবিদ্বেষে নতুন মোড়, সিডনিতে নিরাপত্তারক্ষীরা আক্রমণ করেন এক ভারতীয় সমর্থককে

স্পোর্টস ডেস্ক : [২] সিডনি টেস্টে শুধু ক্রিকেটাররা নন, বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে এক ভারতীয় সমর্থককেও। তবে অস্ট্রেলিয়ার সমর্থকরা নয়, তাকে আক্রমণ করেছিলেন খোদ নিরাপত্তারক্ষীরাই। ঘটনাচক্রে যাঁদের দায়িত্ব ছিল মাঠে বর্ণবিদ্বেষের ঘটনা রোখা। গোটা ব্যাপারটি নিয়ে ইতিমধ্যেই নিউ সাউথ ওয়েলস পুলিশ এবং সিডনি ক্রিকেট গ্রাউন্ডের কর্তৃপক্ষকে জানিয়েছেন ওই সমর্থক।

[৩] এক ওয়েবসাইটে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে কৃষ্ণা কুমার নামে ওই ভারতীয় সমর্থক জানিয়েছেন, ম্যাচের দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম দিন তিনি খেলা দেখতে গিয়েছিলেন। দ্বিতীয় এবং তৃতীয় দিনে বর্ণবিদ্বেষের ঘটনা দেখার পর পঞ্চম দিনে তিনি চারটি ব্যানার নিয়ে গিয়েছিলেন, যেখানে বর্ণবিদ্বেষের নিন্দা করা হয়েছিল। এরপরেই এক নিরাপত্তারক্ষী এসে তাকে মাঠ ছেড়ে চলে যেতে বলেন। কৃষ্ণা কারণ জিজ্ঞাসা করতে চাইলে তিনি বলেন, যদি তোমাকে এত প্রতিবাদ জানাতে হয়, তাহলে যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও।

[৪] এরপরই তার সংযোজন, ‘খুব ছোট দুটি ব্যানার ছিল। আমার সন্তানের পেপার রোল থেকে বানিয়েছিলাম। এরপরই ওই নিরাপত্তারক্ষী তার জুনিয়রদের নির্দেশ দেন কৃষ্ণাকে কড়া তল্লাশি করার জন্য। জুনিয়র নিরাপত্তারক্ষীরা সেই কাজই করেন। কিন্তু কৃষ্ণার অভিযোগ, খারাপ আচরণ করার পাশাপাশি অত্যন্ত চিৎকার করে কথা বলছিলেন ওই নিরাপত্তারক্ষীরা।

[৫] এক ভারতীয় বংশোদ্ভুত মহিলা নিরাপত্তারক্ষীকে তার সামনে রাখা হয় যাতে নিজের ভাষায় কোনও কথা তিনি বলতে না পারেন। কৃষ্ণা বলেছেন, মনে হচ্ছিল লোকের সামনে আমাকে নগ্ন করা হচ্ছে। আমি যেন খেলা দেখতে নয়, স্রেফ বর্ণবিদ্বেষের প্রতিবাদ করতেই ওখানে গিয়েছি। তার সংযোজন, আমি এর বিচার চাই। কেন আমি বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারব না তা জানতে চাই। - এনডিটিভি/ আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়