শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০২:৪৪ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বর্ষসেরা ৩ টিটিসি, তিন অধ্যক্ষ ও দুই শিক্ষককে সন্মাননা দিয়েছে শিক্ষক সমিতি

শরীফ শাওন: [২] বেসরকারি টির্চাস ট্রেনিং কলেজ (টিটিসি) শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২০ সালের নির্বাচিতদের ক্রেট দেওয়া হয়।

[৩] সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, সেরা প্রতিষ্ঠানের মধ্যে নোয়াখালী টিচার্স ট্রেনিং কলেজ ও ফাতিমা রহমান টির্চাস ট্রেনিং কলেজ রয়েছে। সেরা তিন অধ্যক্ষের মধ্যে ধানমন্ডির ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. নজরুল ইসলাম খান, কিশোরগঞ্জ টিচার্স টেনিং কলেজের সুলতানা সাজিদা ইয়াসমিন ও ময়মনসিংহের টিচার্স এডুকেশন কমপ্লেক্সের অধ্যক্ষ আবুল খায়ের এবং সেরা শিক্ষকদের মধ্যে বরগুনার লালমিয়া টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ বাসুদেব চন্দ্র রায়, ঢাকার ন্যাশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের উপাধ্যক্ষ বাবুল হোসেনকে নির্বাচন করে সম্মাননা দেয়া হয়েছে।

[৪] সমিতির সভাপতি প্রফেসর ড. নজরুল ইসলাম খান বলেন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য ২০১৭ সাল থেকে পুরস্কার দেয়া হচ্ছে। আশা করি এর মাধ্যমে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের গুণগত মান আরও বৃদ্ধি পাবে।

[৫] বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ এমপিও আন্দোলন ফোরামের মুখপাত্র ডক্টর খান বলেন, বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলো প্রতিষ্ঠার প্রায় তিন দশক অতিক্রম করতে চলেছে। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রায় ৭৫ শতাংশ প্রশিক্ষণ বেসরকারি টিটি কলেজ দিয়ে আসছে। অথচ দীর্ঘ ২৮ বছর যাবত বেসরকারি টিটি কলেজকে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালায়’ অন্তর্ভুক্ত করা হয়নি। কর্মরত শিক্ষকদের দেশ-বিদেশের ট্রেনিংয়ের আওতায় আনা হয়নি। যুগ যুগ ধরে বেসরকারি টিটিসিকে পেশাগত অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়