শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ১০:৫৮ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম সিটি নির্বাচনের ‘ভোটযুদ্ধে’ এবার ২৩৬ প্রার্থী

বাশার নূরু: [২] চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে এবার মেয়র পদে ৭ জনসহ মোট ২৩৬ জন প্রার্থী নির্বাচনী ভোটযুদ্ধে মাঠে নেমেছেন। এখানে সংরক্ষিত ১৪ ওয়ার্ড এবং সাধারণ ৪১ ওয়ার্ডে নির্বাচন হচ্ছে। এর মধ্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৭২ জন প্রার্থী নির্ঘুম প্রচারণার মাঠে রয়েছেন।

[৩] চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিকের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, সারাদিন উৎসবমুখর পরিবেশে নিয়মতান্ত্রিকভাবে শৃঙ্খলা মেনেই প্রার্থীরা প্রচারণায় রয়েছেন। নির্বাচনী আচরণবিধি মানতে ম্যাজিস্ট্রেটসহ দায়িত্বশীল কর্মকর্তারাও মাঠে রয়েছেন।

[৪] প্রতিটি ওয়ার্ডেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচন করছেন। বিএনপির একক কাউন্সিলর প্রার্থী রয়েছেন। এতে একের অধিক প্রার্থী থাকায় নির্বাচনে কাউন্সিলর পদে জয়-পরাজয় বিবেচনায় নানা ধরণের প্রশ্ন উঠেছে।

[৫] চসিকের নির্বাচনে এবার মেয়র পদে আওয়ামী লীগের মো. রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেন, ইসলামিক ফ্রন্টের ওয়াহেদ মুরাদ, ইসলামী আন্দোলনের জান্নাতুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমএ মতিন, ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আবুল মনজুর। অন্যজন হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়