শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০২:১৮ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত ২

বগুড়া প্রতিনিধিঃ [২] জেলার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০জন যাত্রী।

[৩] এরমধ্যে গুরুতর ৬জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তার নাম জামাল হোসেন (৪২)। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার ওমরদিঘী গ্রামের মোঃ তসলিম উদ্দীনের ছেলে।

[৪] উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা বীজ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী সরকার পরিবহনের একটি যাত্রীবাহী বাস উক্ত স্থানে পৌঁছলে বিপরীতগামী সিমেন্টের খুটি বোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এরমধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে সম্ভব অজ্ঞাত (৪২) ব্যক্তি বাসের হেলপার হতে পারেন।

[৫] খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালান। দূর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাই তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানা যায়নী।

[৬] শেরপুর হাইওয়ে ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক একেএম বানিউল আনাম এ প্রতিবেদক-কে বলেন,দূর্ঘটনার পরেই চালক হেলপার পালিয়েছে। গাড়ী দুইটি আটক করে ফাঁড়ী হেফাজতে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়