শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০১:৪৮ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের ভাগ্য নির্ধারণ কাল

ডেস্ক রিপোর্ট : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হেবে আগামীকাল শনিবার । এ উপলক্ষ্যে আজ শুক্রবার পৌরসভার বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ইভিএম ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম।নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ মোট মেয়র পদপ্রার্থী তিনজন। এ ছাড়া এ নির্বাচনে কাউন্সিলর হিসেবে ২৫ জন ও সংরক্ষিত নারী প্রার্থী রয়েছেন সাতজন।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বর্তমান মেয়র আবদুল কাদের মির্জা। এবারের নির্বাচনে দলের নেতাকর্মীদের বিপক্ষেসহ নানা ইস্যু নিয়ে কথা বলে আলোচনায় ছিলেন তিনি। কাল শনিবারই জানা যাবে ভোটারদের মনে কতটা জায়গা করে নিতে পেরেছেন নানা বিস্ফোরক মন্তব্য করা এ মেয়র প্রার্থী।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, মেয়র পদসহ ৯টি ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত আসনের সবগুলোতেই ভোটগ্রহণ হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে।

এদিকে, ভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে থাকবে পুলিশ, বিজিবি ও আনসার। ভোটের দিন আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে বিজিবি ৪ প্লাটুন, পুলিশের মোবাইল টিম ৯টি, স্ট্রাইকিং টিম ২টি, নির্বাহী ম্যাজিস্ট্যাট ৯জন ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট।

উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত বসুরহাট পৌরসভা নির্বাচনের মোট ভোটার-২১১১৫ জন। যাদের মধ্যে নারী ভোটার ১০৪৯৪ আর পুরুষ ১০৬২১ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়