শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০১:১০ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার পুতুলের ভেতর মিললো ইয়াবা, আটক ৭

সুজন কৈরী: [২] নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। আটকরা হলেন- জানু মাল (৩৯), আশরাফুল (৫০), রাজু সরদার (২২), ইসলাম মাল (৩২), তাহিদ হোসেন (২৬), শহিদুল ইসলাম (২৬) এবং শরৎ আলী। তাদের কাছ থেকে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৯ হাজার টাকা এবং বিপুল পরিমাণ বাচ্চাদের খেলনা সামগ্রী পুতুল জব্দ করা হয়েছে।

[৩] র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান জানান, আটকরা সবাই মুন্সীগঞ্জের লৌহজং থানা এলাকার বাসিন্দা। তারা নারায়ণগঞ্জ ও এর আশপাশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে বাসা ভাড়া নেন। মাদক ব্যবসার সুবিধার্থে একেক সময় একেক জায়গায় অবস্থান করেন। খেলনা পুতুল ফেরি করে বিক্রির ছলে পুতুলের ভেতর ইয়াবা ভর্তি করে পরিবহন করতেন। বাস এবং ট্রেনে ফেরি করে বাচ্চাদের বিভিন্ন খেলনা সামগ্রী বিক্রি করেন। আড়ালে এসব খেলনার ভেতরে থাকে ইয়াবা ট্যাবলেট। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ঘন ঘন বাসা পরিবর্তন করে ফেরি করে বাচ্চাদের সাধারণ খেলনা সামগ্রী বিক্রি আড়ালে ইয়াবা ব্যবসা করতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়