শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ১২:৩৬ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অসহায় বৃদ্ধের অকাল মৃত্যু, রংপুরে স্ত্রী-সন্তান কেউ খোঁজ নেয় না

আফরোজা সরকার: [২] রংপরে দুই ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার ছিল রাজু মিয়ার। মেয়ের বিয়ে দিয়েছেন। ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনা করছে। ছেলের লেখাপড়া ও মেয়ের বিয়ে দিতে গিয়ে আর্থিকভাবে ক্ষতি গ্রস্থ হয়ে পড়ে রাজু। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। স্ত্রী অভিমান করে চলে যান বাবার বাড়িতে। আর ছেলে-মেয়েও খোঁজ খবর নেওয়া বন্ধ করে দেন।

[৩] বৃদ্ধ বয়সে নিরূপায় হয়ে একটি রুম ভাড়া নিয়ে স্ত্রী-সন্তান ছাড়া একা থাকতে শুরু করেন রাজু মিয়া।

[৪] শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে সেই রাজু মিয়া (৫৪)-কে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যানের ভাড়া দেয়া একটি বাসার আম গাছের সাথে গলায় রশি লাগানো ঝুলন্ত দেখতে পান তার প্রতিবেশীরা। পুলিশে খবর দিলে ওই বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।রংপুর সদরের সদ্যপুস্করণী ইউনিয়নের পালিচড়া বাজার এলাকায়এ ঘটনাটি ঘটেছে। সদর কোতয়ালী থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এতথ্য নিশ্চিত করেছেন।

[৫] পুলিশ জানায়,নিহত রাজু মিয়া ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানের ভাড়াটিয়া ছিলেন।রাজু মিয়ার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার পাইকার হাট এলাকায়।নিহত রাজুর সম্পর্কে তার খালাতো ভাই সাগর মিয়া জানান, এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার ছিল রাজু মিয়ার।মেয়ের বিয়ে দিয়েছেন। ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনা করছেন। ছেলের লেখাপড়া ও মেয়ের বিয়ে দিতে গিয়ে আর্থিকভাবে ক্ষতি গ্রস্থ হয়ে পড়েন রাজু।

[৬] একপর্যায়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। স্ত্রী তার বাবার বাড়ি পীরগাছা উপজেলার কদমতলীতে চলে যান। এদিকে সন্তানরাও তার খোঁজ খবর নিচ্ছিল না। এ অবস্থায় চার মাস আগে সদ্যপুস্করিনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানের একটি রুম ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন রাজু। দিন-রাতে তার কাছেই খেতেন এবং রুম ভাড়ার টাকা রাজুর বোনরা পাঠাতেন।

[৭] বাসার মালিক মতিয়ার রহমান জানান, চারমাস আগে তিনি একটি রুম ভাড়া নেন প্রতি মাসে সাতশো টাকা করে ভাড়া দিতেন।মানুষ হিসেবে সহজ সরল ছিলেন রাজু।পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। শুক্রবার ফজরের নামাজ পড়তে মসজিদেও গিয়েছিলেন। সকালে প্রতিবেশীদের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জানতে পারি।

[৮] সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়