শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২১, ০৭:৪২ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২১, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করেছে সরকার: আমীর খসরু

শাহানুজ্জামান টিটু: [২] মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ সরকার মিথ্যাচার করেছে। বর্তমান সরকারই জঙ্গিবাদকে মূলধন করে ক্ষমতায় এসেছে।

[৩] বিএনপির ফরেইন রিলেশন্স কমিটি প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদেশিদের কাছে জঙ্গিবাদ সেল করেছে। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে, দেশে কোনও জঙ্গি নেই, বাংলাদেশ কোনও জঙ্গি দেশ নয়, এদেশের মানুষ সহনশীলতার চর্চা করে।

[৪] শুক্রবার প্রতিক্রিয়া বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বর্তমান সরকারই ক্ষমতাকালে জঙ্গি বিষয়টিকে ব্যবহার করেছে। এটা করেই তারা ক্ষমতায় আছে। নিজেরাই জঙ্গি বানিয়েছে, তাহলে আজকে কেন এটার প্রতিবাদ করছে? এটা তো তাদের তৈরি করা।

[৫] তিনি বলেন, পম্পেওর বক্তব্যের প্রতিবাদের কোনও কারণ নেই। রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিশ্বের কাছে দেশকে ছোট করেছে। তাদের প্রতিবাদ করার মুখ নেই।

[৬] গত ১২ জানুয়ারি ওয়াশিংটন প্রেসক্লাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন আল কায়েদার উপস্থিতি নিয়ে অভিযোগ করেন। পরদিন ১৩ জানুয়ারি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন নেতৃস্থানীয় নেতার কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়