শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২১, ০৭:০৯ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২১, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জ-পলাশ এগ্রো ইরিগেশন প্রকল্পে সেচের পানি অবমুক্ত।উৎপাদনের লক্ষ্যমাত্রা ৬৫ হাজার মেট্রিকটন ধান

গোলাম সারোয়ার: [২] বিএসিডিসি‘র উদ্যোগে জেলার আশুগঞ্জ-পলাশ এগ্রো ইরিগেশন সেচ প্রকল্পের চলতি বছরের সেচের পানি অবমুক্ত করা হয়েছে।শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার ষ্টেশনের অভ্যন্তরে ইনটেক প্রধান স্লুইচ গেইট খোলে দিয়ে এ পানি অবমুক্ত করা হয়। বিএডিসি এর পুর্বাঞ্চলের সেচ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল করিম প্রধান অতিথি হিসাবে পানি অবমুক্ত উদ্বোধন করেন।

[৩] আশুগঞ্জ-পলাশ এগ্রো ইরিগেশন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. ওবায়েদ হোসেন এর সভাপতিত্বে পানি অবমুক্তকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বাপ্পি,সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল,আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান আনসারী,উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন,সহকারি প্রকৌশলী খলিলুর রহমান,রুবায়েদ ফয়সাল প্রমুখ।পরে প্রকল্পের সমৃদ্বি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

[৪] আশুগঞ্জ-পলাশ এগ্রো ইরিগেশন সেচ প্রকল্পের কর্তৃপক্ষ জানান,আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য পানি ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি উপজেলার চলতি ইরি-বোরো মৌসুমে এই প্রকল্পের অধিনে ৩৬ হাজার ১শত ২৫ হেক্টর জমিতে অল্প খরচে সেচ সুবিধা প্রদান করা হবে।এই প্রকল্পের আওতায় প্রায় ত্রিশ হাজার কৃষকের জন্য ৬৫ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।গত বছরের তুলনায় চলতি বছর সেচের আওতা ও উৎপাদনের লক্ষ্যমাত্রাও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়