শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২১, ০৫:২১ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২১, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হালদা নদী থেকে ৫ হাজার ঘেরাও জাল জব্দ করেন ইউএনও

মোহাম্মদ হোসেন: [২] হালদা নদীতে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা ১২ টা থেকে তিনটা পর্যন্ত অব্যহত অভিযানে প্রায় ৪হাজার মিটার ঘেরাও জাল জব্দ করেন উপজেলা প্রশাসন। এ নিয়ে গত দুই দিনে অভিযান চালিয়ে ৫হাজার মিটার ঘেরাও জাল জব্দ করে ভ্রাম্যমান আদালতে'র নির্বাহী ম্যাজিস্ট্রেট।

[৩] দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে গত দুই বছরে অব্যাহত অভিযানের ফলেও এক শ্রেণীর মৎস্য শিকারী নদীর বিভিন্ন স্থানে ঘেরাও জাল বসিয়ে নদী থেকে মা-মাছসহ ডলফিল নিধনে ব্যস্ত থাকলে হাটহাজারী উপজেলা প্রশাসন সার্বক্ষণিক অভিযানের ফলে অনেকটা কমিয়ে আসছে।

[৪] বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ,জীব বৈচিত্র্য এবং ডলফিন রক্ষায় টানা দ্বিতীয় দিনের মত বিশেষ অভিযান পরিচালনা করে হাটহাজারী উপজেলা প্রশাসন। উপজেলার ধলই,ফরহাদাবাদ এবং গুমানমর্দন ইউনিয়নের হালদা নদীর বিভিন্ন স্থান এ সব ঘেরাও জাল জব্দ করা হয়। অভিযানে ইউনিয়ন পরিষদ, আইডিএফ সদস্যরা সহায়তা করেন।

[৫] হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন বলেন, যখন আমি উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসকের দায়িত্ব নিয়ে কোনো কাজে ব্যস্ত থাকি তখনই নদীতে জাল বসিয়ে মাছ শিকারে ব্যস্ত থাকেন চোরদল। তিনি আরো বলেন, সকাল থেকে রাত পর্যন্ত প্রশাসনিক কাঝ ছাড়াও হালদা নদী উপর সব সময় নজর রাখতে হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়