শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে থেকেও দাদিকে শেষবার দেখতে যেতে পারলেন না সাকিব

নিজস্ব প্রতিবেদক: [২] জেমকন খুলনার হয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্ট কাপের ফাইনাল না খেলেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে হয়েছিল বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। কারণ ছিল, তার শ্বশুরের অসুস্থতা। পরে সাকিব বিমানে থাকতেই পরপারে পাড়ি জমান তার শ্বশুর মমতাজ আহমেদ।

[৩] যুক্তরাষ্ট্র থেকে ৩ জানুয়ারি দেশে ফিরেছেন সাকিব আল হাসান। এসেই তিনি নেমে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতিতে। আজ ১৪ জানুয়ারি, বিকেএসপিতে প্রথম প্রস্তুতি ম্যাচ।

[৪] কিন্তু তার আগেই দুঃসংবাদ শুনতে হলো সাকিব আল হাসানকে। মাগুরায় গ্রামের বাড়িতে বুধবার ১৩ জানুয়ারি রাতেই মৃত্যুবরণ করেন তার দাদি রেবেকা নাহার। আজ (বৃহস্পতিবার) ১৪ জানুয়ারি, বাদ যোহর মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠ প্রাঙ্গনে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

[৫] তবে দেশে থেকেও দাদিকে শেষ দেখার জন্যও যেতে পারলেন না সাকিব আল হাসান। নিয়তির এমন নিষ্ঠুর আচরণ, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বায়ো-বাবলের (জৈব সুরক্ষ বলয়) মধ্যে থাকার কারণে সাকিবের কোথাও যাওয়ার সুযোগ নেই।

[৬] বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে ফাইনাল হলেও সেটা ছিল ঘরোয়া টুর্নামেন্ট। ব্যক্তিগত জরুরি কারণকেই প্রাধান্য দিয়েছেন সাকিব। কিন্তু এবার পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজ সামনে। দেশের হয়ে খেলতে হবে।

[৭] ওয়েস্ট ইন্ডিজ সিরিজ উপলক্ষে বাংলাদেশ দলের ২৪জন ক্রিকেটারকে প্রবেশ করানো হয়েছে জৈব সুরক্ষা বলয়ে। করোনা পরবর্তী সময়ে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। যারা বাংলাদেশে আসার সময় নিয়ে এসেছে একজন বিশেষজ্ঞ ডাক্তার। যার ক্ষমতা রয়েছে, প্রতিশ্রুত করোনা প্রটোকলের কোনো ব্যাত্যয় ঘটলে বিনা নোটিশে পুরো দল নিয়ে ফিরে যাওয়ার।

[৮] এ কারণে বিসিবি কোচিং স্টাফ থেকে শুরু করে টিম সংশ্লিষ্ট, এমনকি মিডিয়া ম্যানেজারকে পর্যন্ত প্রবেশ করিয়েছেন বায়ো বাবলের মধ্যে।

[৯] এখন সাকিব আল হাসান যদি সেই জৈব সুরক্ষা বলয় ভেঙে মাগুরা যেতেন, তাহলে তাকে ফিরে এসে আবারও তিন থেকে চারদিন কোয়ারেন্টাইনে থাকতে হতো। করোনা টেস্ট করতে হতো। নানান ঝামেলা শেষ করে আবারও ঢুকতে হতো বায়ো-বাবলের মধ্যে। সুতরাং, এতসব কিছুর মধ্যে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটাই মিস হয়ে যেতো সাকিবের।

[১০] এ ঝুঁকি তিনি আর নিতে চাননি। দেশের প্রয়োজনেই সাকিবের দাদির জানাজায় অংশ নিতে না যাওয়ার সিদ্ধান্ত। যদিও দাদির মৃত্যুর সংবাদ যে সাকিব পুরোপুরি হজম করতে পারেননি, সেটা দেখা গেলো বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে সাকিবের পারফরম্যান্স দেখে। বল হাতে তো পুরোপুরি ব্যর্থ। ব্যাট হাতেও সাকুল্যে ৯ রান করেছেন তিনি।

[১১] সাকিবের বাবা মাশরুর রেজা মাগুরায় সাংবাদিকদের জানান, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বায়ো সিকিউর বাবলে ( জৈব সুরক্ষা বলয়) থাকার কারণে, দাদিকে শেষবারের মতো দেখতে মাগুরায় আসতে পারবে না সাকিব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়