শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০৮:০৯ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিশংসন মোকাবেলায় নতুন আইনজীবী খুঁজছেন ট্রাম্প

লিহান লিমা: [২] মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করার পর এখন তার ভাগ্য উচ্চকক্ষ সিনেটের ওপর ঝুলে রয়েছে। সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককলিনসহ শীর্ষ কয়েকজন রিপাবলিকান বলেছেন তারা গত ৬ জানুয়ারি ক্যাপিটলে সহিংসতা উস্কে দেয়ায় তারা ট্রাম্পকে অভিশংসনের পক্ষে ভোট দেবেন। রয়টার্স/ ডেইলি মেইল

[৩] এমন অবস্থার প্রেক্ষিতে অভিশংসনের বিচারকার্য ও ক্যাপিটলে সহিংসতা উস্কে দেয়ার অভিযোগ থেকে মুক্তি পেতে নতুন আইনজীবী খুঁজতে উঠে পড়ে লেগেছেন ট্রাম্প। জানা গিয়েছে আইনের অধ্যাপক জন ইস্টম্যানকে বিবেচনা করছেন তিনি। ইস্টম্যান এর পূর্বে ভোট কারচুপি নিয়ে ট্রাম্পের পক্ষে কথা বলেছেন। অভিশংসন প্রক্রিয়া মোকাবেলায় ট্রাম্পের আইনজীবী দলে তিনি থাকবেন কি না এই প্রশ্নে তিনি বলেন, ‘যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাকে বিবেচনা করেন তবে আমি অবশ্যই তাকে সাহায্য করতে প্রস্তুত থাকবো।’

[৪] আইনজীবী দলে থাকার কথা রয়েছে ট্রাম্পের মিত্র ও হার্ভাডের সাবেক আইনের অধ্যাপক অ্যালান ডারশোইটজসহ ব্যক্তিগত আইনজীবী রুডি গিলানিও। যদিও নির্বাচনে জো বাইডেনের বিজয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি ঠেকানোসহ টুইটারে ট্রাম্পের আজীবনের নিষেধাজ্ঞা ঠেকাতেও ব্যর্থ হওয়ায় গিলানির ওপর ক্ষেপে আছেন ট্রাম্প।

[৫]অভ্যন্তরীণ সূত্র বলছে, ব্যর্থতার জন্য গিলানিকে হুমকি-ধমকি দিয়েছেন ট্রাম্প। শাস্তি হিসেবে নিজের স্টাফদের গিলানির এক দিনের বেতন (২০ হাজার ডলার) কাটতে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তার যাতায়াত বাবদ কোনো খরচ না দেয়ার নির্দেশ দিয়েছেন। গিলানি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হন নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়