শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০৫:৫৮ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোথাও অভিনেতা পরিচয় দিই না, চা বিক্রি করে চলি: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘মাটির ময়না’র আনু

দেবদুলাল মুন্না: [২] ১৮ বছরে পা দিয়েছে তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’। সেই মুভির আনু চরিত্রে অভিনয় করেন নুরুল ইসলাম। তিনি এখন কামরাঙ্গীরচরে চা বিক্রি করেন। অভিনয় করেন না। সেই পরিচয় দেনও না। এ তথ্য কবি নির্মলেন্দু গুণ প্রথম জানালে এ প্রতিবেদক যোগাযোগ নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ কথা বলেন।

[৩] তিনি বলেন, তার ঘরে ছিল দুটি মাটির ময়না মুভির পোস্টার। ছিড়ে ফেলে নদীতে ফেলে দিয়েছেন। নেই জাতীয় পুরস্কারের স্মারকটিও। সেটিও নদীতে ফেলে দিয়েছেন।

[৪] তিনি জানান, ২০০২ সালে সিনেমাটি মুক্তির আগে তারেক মাসুদ তাকে সুবিধাবঞ্চিতদের এক স্কুল থেকে নিয়ে তার বাসায় আনেন। তাকে অভিনয়ের জন্য বেছে নিয়েছিলেন এই নির্মাতা। ২০০২ সালে মুক্তি পাওয়া মাটির ময়নাই তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। সিনেমার নির্মাণ শেষ হলেও তারেক মাসুদের বাসাতেই ছিলেন নুরুল। সেখানে অন্যান্য নির্মাতারাও আসতেন। তাদের কাছেও কাজ চেয়েছেন নুরুল। পরে তিনি মারা গেলে কামরাঙ্গীর চরে চলে আসেন।

[৫] তিনি আরও জানান,শিক্ষাগত যোগ্যতা নেই বলে চাকরি পাননি। কাতারেও গিয়েছিলেন অদক্ষ শ্রমিক হিসেবে। পরে দেশে ফিরে এসে এ দোকান খোলেন। নুরুল ইসলাম মাটির ময়না মুভিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশু অভিনেতা র পুরস্কার পেয়েছিলেন। এখন তার বয়স উনত্রিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়