শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০৫:৫৮ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোথাও অভিনেতা পরিচয় দিই না, চা বিক্রি করে চলি: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘মাটির ময়না’র আনু

দেবদুলাল মুন্না: [২] ১৮ বছরে পা দিয়েছে তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’। সেই মুভির আনু চরিত্রে অভিনয় করেন নুরুল ইসলাম। তিনি এখন কামরাঙ্গীরচরে চা বিক্রি করেন। অভিনয় করেন না। সেই পরিচয় দেনও না। এ তথ্য কবি নির্মলেন্দু গুণ প্রথম জানালে এ প্রতিবেদক যোগাযোগ নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ কথা বলেন।

[৩] তিনি বলেন, তার ঘরে ছিল দুটি মাটির ময়না মুভির পোস্টার। ছিড়ে ফেলে নদীতে ফেলে দিয়েছেন। নেই জাতীয় পুরস্কারের স্মারকটিও। সেটিও নদীতে ফেলে দিয়েছেন।

[৪] তিনি জানান, ২০০২ সালে সিনেমাটি মুক্তির আগে তারেক মাসুদ তাকে সুবিধাবঞ্চিতদের এক স্কুল থেকে নিয়ে তার বাসায় আনেন। তাকে অভিনয়ের জন্য বেছে নিয়েছিলেন এই নির্মাতা। ২০০২ সালে মুক্তি পাওয়া মাটির ময়নাই তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। সিনেমার নির্মাণ শেষ হলেও তারেক মাসুদের বাসাতেই ছিলেন নুরুল। সেখানে অন্যান্য নির্মাতারাও আসতেন। তাদের কাছেও কাজ চেয়েছেন নুরুল। পরে তিনি মারা গেলে কামরাঙ্গীর চরে চলে আসেন।

[৫] তিনি আরও জানান,শিক্ষাগত যোগ্যতা নেই বলে চাকরি পাননি। কাতারেও গিয়েছিলেন অদক্ষ শ্রমিক হিসেবে। পরে দেশে ফিরে এসে এ দোকান খোলেন। নুরুল ইসলাম মাটির ময়না মুভিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশু অভিনেতা র পুরস্কার পেয়েছিলেন। এখন তার বয়স উনত্রিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়