শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০৫:৫৮ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোথাও অভিনেতা পরিচয় দিই না, চা বিক্রি করে চলি: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘মাটির ময়না’র আনু

দেবদুলাল মুন্না: [২] ১৮ বছরে পা দিয়েছে তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’। সেই মুভির আনু চরিত্রে অভিনয় করেন নুরুল ইসলাম। তিনি এখন কামরাঙ্গীরচরে চা বিক্রি করেন। অভিনয় করেন না। সেই পরিচয় দেনও না। এ তথ্য কবি নির্মলেন্দু গুণ প্রথম জানালে এ প্রতিবেদক যোগাযোগ নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ কথা বলেন।

[৩] তিনি বলেন, তার ঘরে ছিল দুটি মাটির ময়না মুভির পোস্টার। ছিড়ে ফেলে নদীতে ফেলে দিয়েছেন। নেই জাতীয় পুরস্কারের স্মারকটিও। সেটিও নদীতে ফেলে দিয়েছেন।

[৪] তিনি জানান, ২০০২ সালে সিনেমাটি মুক্তির আগে তারেক মাসুদ তাকে সুবিধাবঞ্চিতদের এক স্কুল থেকে নিয়ে তার বাসায় আনেন। তাকে অভিনয়ের জন্য বেছে নিয়েছিলেন এই নির্মাতা। ২০০২ সালে মুক্তি পাওয়া মাটির ময়নাই তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। সিনেমার নির্মাণ শেষ হলেও তারেক মাসুদের বাসাতেই ছিলেন নুরুল। সেখানে অন্যান্য নির্মাতারাও আসতেন। তাদের কাছেও কাজ চেয়েছেন নুরুল। পরে তিনি মারা গেলে কামরাঙ্গীর চরে চলে আসেন।

[৫] তিনি আরও জানান,শিক্ষাগত যোগ্যতা নেই বলে চাকরি পাননি। কাতারেও গিয়েছিলেন অদক্ষ শ্রমিক হিসেবে। পরে দেশে ফিরে এসে এ দোকান খোলেন। নুরুল ইসলাম মাটির ময়না মুভিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশু অভিনেতা র পুরস্কার পেয়েছিলেন। এখন তার বয়স উনত্রিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়