কূটনৈতিক প্রতিবেদক: [২] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা মিয়ানমারকে প্রায় সাড়ে আট লাখ রোহিঙ্গার তালিকা পাঠিয়েছি, যাদের সবার বায়োমেট্রিক নিবন্ধন করা রয়েছে। এদের মধ্যে ৪২ হাজারকে ভেরিফাই করেছে মিয়ানমার।
[৩] ১৯ জানুয়ারি ঢাকাতে বাংলাদেশ মিয়ানমার ও চীনের সচিব পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হবে এবং এ বছর আমরা প্রত্যাবাসন নিয়ে আশাবাদী।
[৪] ড. মোমেন বলেন, অগ্রসর রাষ্ট্র হিসেবে আমরা বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে চাই। বাংলাদেশকে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে সংস্কৃতিকর্মীরা ভূমিকা রাখতে পারেন।