শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ১১:৩৮ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী: [২] রাজধানীর তেজগাঁও এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতের নাম মো. ইসমাইল শেখ (৩২)। মঙ্গলবার রাতে তেজগাঁওয়ের আরজতপাড়া জামে মসজিদ সংলগ্ন মহাখালী ফ্লাইওভারের পাশে ফুটপাত থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২। তার কাছ থেকে উগ্রবাদী পুস্তিকা, লিফলেট ও পরিকল্পনার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফেনসেট উদ্ধার করা হয়েছে।

[৩] র‌্যাব-২ জানিয়েছে, গত ৩ সেপ্টেম্বর ও ২৩ ডিসেম্বর আনসার আল ইসলামের ৪ জন শীর্ষ জঙ্গিকে গ্রেপ্তার করে ব্যাটালিয়নটি। তাদের দেওয়া তথ্যে সংগঠনের পলাতক আসামিদের আইনের আওতায় আনতে ব্যাটালিয়ন গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে জানা যায়, আনসার আল ইসলামের একজন সদস্য তেজগাঁওয়ের আরজতপাড়া এলাকায় কোনো এক নিদিষ্ট স্থানে সংগঠনের অন্য সদস্যেদের সঙ্গে গোপন মিটিংয়ে অংশ নিতে যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল মঙ্গলবার অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেপ্তার করে।

[৪] র‌্যাব-২ এর এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জঙ্গি সদস্য জানিয়েছেন, তিনি দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র ইসলামী জঙ্গিবাদী বই ও প্রচারপত্র নিজের দখলে রেখে ও প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করতে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিলেন। তার সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক পুস্তিকা, লিফলেট ও মোবাইল থেকে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার সরাসরি প্রমাণ পাওয়া গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়