আব্দুল্লাহ যুবায়ের: [২] গত অক্টোবর টেসলার চিফ এক্সিকিউটিভ ইলোন মাস্ক টুইটারে লিখে ছিলেন, তাদের কোম্পানি ভারতে যাত্রা শুরু করছে। তার ঘোষণার তিন মাস পর, ভারতের বেঙ্গালুরুতে কোম্পানিটি তাদের যাত্রা শুরু করলো। বিবিসি
[৩] গত মাসে ভারতের পরিবহন মন্ত্রী নিতিন গাদকারি স্থানীয় গণমাধ্যমকে বলেছিলেন, টেসলার সঙ্গে যৌথ উদ্যোগে ভারত নতুন প্রযুক্তির গাড়ি তৈরিতে বিশ্বে অবদান রাখবে।
[৪] বেঙ্গালুরুর স্থানীয় অফিস জানিয়েছে, টেসলা ভারতে যাত্রা শুরু করলেও, তাদের পরিকল্পনা এখনও স্পষ্ট নয়। তবে, কিছুদিন পর তাদের বিস্তারিত পরিকল্পনা জানা যাবে।
[৫] প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, টেসলাকে ভারতে স্বাগতম। আশার করব, টেসলার মাধ্যমে ভারতে ইলেকট্রিক গাড়ি চালু করা যাবে। এতে করে ভারতের তেল নির্ভরতা কমবে এবং দূর হবে বায়ু দূষণ। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল