শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০৭:৪০ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৫তম সংশোধনী ব্যবহার করে ট্রাম্পকে অপসারণে রেজুলেশন পাস করলো মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টিটিভস

আসিফুজ্জামান পৃথিল: [২] মার্কিন রাজধানীতে দাঙ্গায় উসকানি দেবার অভিযোগে হাউজ সদস্যরা এই উদ্যোগ নিলেন। এই প্রস্তাব আনেন মেরিল্যান্ডের ডেমোক্রেট কংগ্রেসম্যান জেমি রাসকিন। এই রেজুলেশনে ট্রাম্পকে অপসারণের জন্য নিজের ক্ষমতা এখনই ব্যবহার করতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে আহ্বান জানানো হয়েছে। অবশ্য ন্যান্সি পেলোসিকে দেয়া এক চিঠিতে পেন্স জানিয়ে দিয়েছেন, তিনি তার এই ক্ষমতা ব্যবহার করবেন না। পলিটিকো

[৩] এতে যদি কাজ নাও হয় প্রতিকীভাবে রেজুলেশনটির তাৎপর্য অনেক। এতে প্রমাণিত হয়েছে, আইন প্রণেতারা বর্তশান প্রেসিডেন্টের উপর বিশ্বাস রাখতে পারছেন না। এমনকি ট্রাম্পের নিজদল রিপাবলিকান পার্টির একাধিক সদস্যও এই রেজুলেশনের পক্ষেই ভোট দিয়েছেন। সিএনএন

[৪] এই রেজুলেশনের বাইরেও বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার) ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাবে ভোট দেবেন হাউজ সদস্যরা। ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠতা থাকায় ট্রাম্পের আবারও অভিশংসিত হবার সম্ভাবনা প্রবল। এটি হলে তিনি হবেন ইতিহাসের প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি দুবার অভিশংসিত হবেন। জানা গেছে, একাধিক রিপাবলিকান কংগ্রেসম্যান এই অভিশংসনেরপক্ষেই ভোট দেবেন। বিবিসি

[৫] অভিশংসন কার্যকর করতে সিনেটের ভোটও দরকার হবে। একাধিক রিপাবলিকান সিনেটর এই প্রস্তাবের পক্ষে থাকায় এটি কার্যকরও হয়ে যেতে হবে। তবে আনুষ্ঠানিকভাবে আর এক সপ্তাহও মেয়াদ নেই মার্কিন প্রেসিডেন্টের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়