শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০৬:৩৭ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাড়ি কেনার টাকা দিয়ে মসজিদ বানালেন মেয়র!

ডেস্ক রিপোর্ট: নিজের ব্যবহারের জন্য গাড়ি কিনতে মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া সমস্ত অর্থ দিয়ে মসজিদ বানালেন বরগুনার বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির। পৌরসভা কার্যালয়ের পাশে তিনি এই মসজিদ নির্মাণ করেছেন। মেয়রের এ কাজ সমাজের সকল শ্রেণীর মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। কালের কণ্ঠ

জানা গেছে, বরগুনার বেতাগী প্রথম শ্রেণির পৌরসভায় পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে ২০২০-২০২১ অর্থ বছরে মেয়রের গাড়ি কেনার জন্য ১৫ লাখ ৫১ হাজার ১৩১ টাকা বরাদ্দ দেয়। মেয়র ওই বরাদ্দের টাকা দিয়ে গাড়ি না কিনে পৌরসভা কার্যালয়ের পশ্চিম পাশে একটি মসজিদ নির্মাণ করছেন।

পৌরসভা অফিস থেকে জানা গেছে, পৌর মসজিদের কাজ প্রায় শেষ পর্যায়ে আগামী এক মাসের মধ্যে এর উদ্ধোধন করা হবে।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাংবাদিক আকন্দ শফিকুল ইসলাম বলেন, 'পৌর মেয়রের এমন মহতি উদ্যোগে অভিবাদন জানাচ্ছি।'

বেতাগী প্রেসক্লাবের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু বলেন,'অনেক জনপ্রতিনিধিকে দেখেছি কিন্তু মেয়র গাড়ি কেনার টাকা দিয়ে মসজিদ নির্মাণ করায় তিনি সকলের প্রশংসায় সিক্ত হলেন।'

বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির বলেন, 'পৌর এলাকায় সড়ক প্রস্তকরণ ও পূর্ননির্মাণ, পরিকল্পিত ড্রেনেজ ব্যাবস্থা, সড়কে বৈদ্যুতিক বাতি, বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়াম, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশন, আল্লাহ রাসুলের নামে দৃষ্টি নন্দন 'বন্ধু চত্বর ভাস্কর্য নির্মাণ। এছাড়াও পৌর এলাকায় মসজিদ ও মন্দিরের ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়