শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০৬:১১ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়া-ভারত সিরিজে টিম পেইনেই আস্থা কোচ ল্যাঙ্গারের

স্পোর্টস ডেস্ক : [২] ক্যাচ মিস তো ম্যাচ মিস। সেটার প্রমাণও মিলেছে বহুবার। প্রমাণ মিলেছে সর্বশেষ সিডনি টেস্টেও। তিনটি ক্যাচ হাতছাড়া করে অস্ট্রেলিয়ার জয়ের সুযোগ নষ্ট করেছেন টিম পেইন। আর তাতে সমালোচনার মুখে পড়তে হয়েছে এই অজি অধিনায়ককে।

[৩] অনেকে তো অধিনায়ক পেইনের শেষও দেখে ফেলেছেন। শুধু তাই নয় বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার তাঁকে সরিয়ে দেয়ার পরামর্শও দিয়েছেন। তবে অধিনায়কের দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছেন দলটির প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি জানিয়েছেন, গেল তিন বছরে পেইনের এই একটি দিনই কেবল বাজে গেছে। পেইনের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে তার।

[৪] সিডনি টেস্টের শেষ সেশন দেখে অনেকে হয়তো ভেবেই নিয়েছিল এই ম্যাচে অনায়সে জিততে যাচ্ছে অস্ট্রেলিয়া। তবে হনুমা বিহারি এবং রবিচন্দ্রন অশ্বিনের দৃঢ়তা ভুল প্রমাণ করেছে সবার ভাবনাকে। তাদের দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করে ভারত। জয়ের সুবাস পেতে থাকা ম্যাচে ড্র করাটা অজিদের জন্য রীতিমত হারের সমান আঘাত দিয়েছে।

[৫] অন্যান্য খেলোয়োড়ের তুলনায় পেইনের কষ্টটা একটু বেশি। কারণ শেষ দিনে তিনটি ক্যাচ হাতছাড়া না করলেও হয়তো অনায়াসে জিতে যেতো স্বাগতিকরা। ম্যাচ শেষে নিজের কষ্টের কথা জানিয়েছিলেন তিনি নিজেও। সবাই পেইনের সমালোচনায় মগ্ন থাকলেও তাঁর ওপরই আস্থা রাখছেন ল্যাঙ্গার।

[৬] এ প্রসঙ্গে ল্যাঙ্গার বলেন, টিম পেইনের ওপর আমার ভরসা আছে? আপনাদের ধারণাও নেই, কতটা তার ওপর আমার ভরসা কতটা। অবশ্যই ওই দিনটি তার সেরা দিন ছিল না, এটা নিয়ে কোনো সংশয় নেই। তবে তিন বছরে তার কেবল একটি বাজে দিন এলো। এই তিন বছরে পান থেকে চুন খসেনি তার হাত দিয়ে।

[৭] যদিও ল্যাঙ্গার মানছেন পারফরম্যান্স খারাপ হলে সমালোচনা হবেই। তারপরও পেইনের প্রতি তার পূর্ণ সমর্থন আছে বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে এই অস্ট্রেলিয়ান কোচের ভাষ্য, নিজের মানদণ্ড সে যেখানে তুলে নিয়েছে, দল হিসেবেও আমরা যেখানে নিজেদের দেখি, সেটার কাছাকাছি যেতে না পারলে সমালোচনা হবেই। আমরা সেটা বুঝি। তবে টিম পেইন দুর্দান্ত এক নেতা এবং আরও বেশ কিছুদিন এরকমই থাকবে। ওর প্রতি আমার শতভাগ সমর্থন আছে। - ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়